ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি স্তব্ধ, বাক্‌রুদ্ধ, শোকাহত’- মাইলস্টোন ট্র্যাজেডিতে কেঁদে উঠেছে তারকারাও

বিনোদন ডেস্ক
  • প্রকাশঃ ১২:১৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 6

ফেসবুক পোস্টে শোক জানিয়েছেন অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা | ছবি: সংগৃহীত  


রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে রক্তদানসহ মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

শাকিব খান: ‘পরিবারগুলো যেন শক্তি পায়’ জনপ্রিয় অভিনেতা শাকিব খান এক ফেসবুক পোস্টে লেখেন, উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।

অপু বিশ্বাস: ‘এই সন্তানেরা আমাদেরই সন্তান’ অভিনেত্রী অপু বিশ্বাস বিকেল চারটায় ফেসবুকে লেখেন, এই সন্তানেরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে। আপনার রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।

জয়া আহসান: ‘টেলিভিশনের দিকে তাকাতে পারছি না’ অভিনেত্রী জয়া আহসান সন্ধ্যায় লেখেন, ‘টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায় কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা–বাবারা তাঁদের শূন্যতার ভার কীভাবে বইবেন? তাঁদের জন্য প্রার্থনা করি।’ তিনি আহত শিশুদের দ্রুত সুস্থতা এবং পরিবারের জন্য মানসিক শক্তি কামনা করেন।

অপূর্ব: ‘আহতদের ছবি ছড়াবেন না’ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রার্থনা করি।’ তিনি অনুরোধ করে আরও বলেন, ‘দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ছবি বা ভিডিও কেউ শেয়ার করবেন না।’

হানিফ সংকেত: ‘শোক জানানোর ভাষা নেই’ নাট্যব্যক্তিত্ব হানিফ সংকেত ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। নিহতদের পরিবার যেন এই শোক সহ্য করার শক্তি পায়। আহতরা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, এই কামনা করি।’ তিনি রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘হাসপাতালে অহেতুক ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।’

মেহজাবীন চৌধুরী: ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, মর্মাহত হয়েছি। সবার জন্য দোয়া রইল।’

তমা মির্জা: ‘আল্লাহ দয়া করে নিষ্পাপ শিশুদের রক্ষা করুন।’

রিচি সোলায়মান: ‘মাইলস্টোনের ট্র্যাজেডিতে শোক ও সমবেদনা জানাচ্ছি।’

শাহনাজ খুশি: ‘বুকের ভেতর তোলপাড় করছে। মা–বাবার কষ্ট উপলব্ধি করতে গিয়েই অসুস্থ হয়ে পড়ছি।’

ইমন চৌধুরী: ‘এখন পর্যন্ত ১৯টি তাজা প্রাণ ঝরে গেছে। শোক জানানোর ভাষা নেই।’

পূজা চেরী: ‘এখন স্কুল, কলেজেও মৃত্যুভয় নিয়ে যেতে হবে।’

তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান: উত্তরার আশপাশের হাসপাতালগুলোতে রক্তদানে তরুণদের আহ্বান জানিয়েছেন।

আর্টসেল ব্যান্ডের লিংকন: নিখোঁজদের খোঁজ ও রক্তদানের তথ্য পোস্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নাট্যকার জিনাত হাকিম: ‘নিয়তির খেলায় আমরা অসহায় হয়ে পড়ি।’

আঁখি আলমগীর: ‘আল্লাহ সবাইকে সহায় হোন।’

মোস্তফা কামাল রাজ: ‘আল্লাহ তুমি রহম করো, সবাইকে নিরাপদে রাখো।’

বিমান দুর্ঘটনার পরপরই ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সামাজিক মাধ্যমে দেশের বহু তারকা শুধু শোক প্রকাশই করেননি, বরং জরুরি রক্তের জন্য তথ্য শেয়ার, হাসপাতালের আপডেট ও মানবিক সহায়তায় নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখছেন।

ঘটনার ভয়াবহতা এবং কোমলমতি শিশুদের প্রাণহানির কারণে সোশ্যাল মিডিয়াজুড়ে যেন এক শোকাবহ নীরবতা নেমে এসেছে। তারকারা তাদের আবেগ ও সহানুভূতির ভাষায় এ শোককে ভাগ করে নিচ্ছেন দেশবাসীর সঙ্গে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

‘আমি স্তব্ধ, বাক্‌রুদ্ধ, শোকাহত’- মাইলস্টোন ট্র্যাজেডিতে কেঁদে উঠেছে তারকারাও

প্রকাশঃ ১২:১৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ফেসবুক পোস্টে শোক জানিয়েছেন অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা | ছবি: সংগৃহীত  


রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে রক্তদানসহ মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

শাকিব খান: ‘পরিবারগুলো যেন শক্তি পায়’ জনপ্রিয় অভিনেতা শাকিব খান এক ফেসবুক পোস্টে লেখেন, উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।

অপু বিশ্বাস: ‘এই সন্তানেরা আমাদেরই সন্তান’ অভিনেত্রী অপু বিশ্বাস বিকেল চারটায় ফেসবুকে লেখেন, এই সন্তানেরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে। আপনার রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।

জয়া আহসান: ‘টেলিভিশনের দিকে তাকাতে পারছি না’ অভিনেত্রী জয়া আহসান সন্ধ্যায় লেখেন, ‘টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায় কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা–বাবারা তাঁদের শূন্যতার ভার কীভাবে বইবেন? তাঁদের জন্য প্রার্থনা করি।’ তিনি আহত শিশুদের দ্রুত সুস্থতা এবং পরিবারের জন্য মানসিক শক্তি কামনা করেন।

অপূর্ব: ‘আহতদের ছবি ছড়াবেন না’ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রার্থনা করি।’ তিনি অনুরোধ করে আরও বলেন, ‘দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ছবি বা ভিডিও কেউ শেয়ার করবেন না।’

হানিফ সংকেত: ‘শোক জানানোর ভাষা নেই’ নাট্যব্যক্তিত্ব হানিফ সংকেত ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। নিহতদের পরিবার যেন এই শোক সহ্য করার শক্তি পায়। আহতরা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, এই কামনা করি।’ তিনি রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘হাসপাতালে অহেতুক ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।’

মেহজাবীন চৌধুরী: ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, মর্মাহত হয়েছি। সবার জন্য দোয়া রইল।’

তমা মির্জা: ‘আল্লাহ দয়া করে নিষ্পাপ শিশুদের রক্ষা করুন।’

রিচি সোলায়মান: ‘মাইলস্টোনের ট্র্যাজেডিতে শোক ও সমবেদনা জানাচ্ছি।’

শাহনাজ খুশি: ‘বুকের ভেতর তোলপাড় করছে। মা–বাবার কষ্ট উপলব্ধি করতে গিয়েই অসুস্থ হয়ে পড়ছি।’

ইমন চৌধুরী: ‘এখন পর্যন্ত ১৯টি তাজা প্রাণ ঝরে গেছে। শোক জানানোর ভাষা নেই।’

পূজা চেরী: ‘এখন স্কুল, কলেজেও মৃত্যুভয় নিয়ে যেতে হবে।’

তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান: উত্তরার আশপাশের হাসপাতালগুলোতে রক্তদানে তরুণদের আহ্বান জানিয়েছেন।

আর্টসেল ব্যান্ডের লিংকন: নিখোঁজদের খোঁজ ও রক্তদানের তথ্য পোস্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নাট্যকার জিনাত হাকিম: ‘নিয়তির খেলায় আমরা অসহায় হয়ে পড়ি।’

আঁখি আলমগীর: ‘আল্লাহ সবাইকে সহায় হোন।’

মোস্তফা কামাল রাজ: ‘আল্লাহ তুমি রহম করো, সবাইকে নিরাপদে রাখো।’

বিমান দুর্ঘটনার পরপরই ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সামাজিক মাধ্যমে দেশের বহু তারকা শুধু শোক প্রকাশই করেননি, বরং জরুরি রক্তের জন্য তথ্য শেয়ার, হাসপাতালের আপডেট ও মানবিক সহায়তায় নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখছেন।

ঘটনার ভয়াবহতা এবং কোমলমতি শিশুদের প্রাণহানির কারণে সোশ্যাল মিডিয়াজুড়ে যেন এক শোকাবহ নীরবতা নেমে এসেছে। তারকারা তাদের আবেগ ও সহানুভূতির ভাষায় এ শোককে ভাগ করে নিচ্ছেন দেশবাসীর সঙ্গে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”