ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৫৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 5

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। নিহত শিক্ষার্থীরা হলেন—এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও সায়ান ইউসুফ (১৪)।

এর আগে সোমবার রাত দেড়টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। তবে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়।

আইএসপিআর’র রাত ৮টার বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর আটটি হাসপাতাল থেকে আহত ও নিহতদের সর্বশেষ পরিসংখ্যান দেওয়া হয়:

  • কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত ০

  • জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১

  • সিএমএইচ, ঢাকা: আহত ১৭, নিহত ১২

  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১, নিহত ২

  • লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: আহত ১১, নিহত ২

  • উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১

  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত ০

তবে রাত সাড়ে ১০টার পর থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও শিক্ষার্থী ও শিক্ষক মারা যাওয়ায় মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন জানান, সন্ধ্যার পর থেকে সেখানে একে একে মারা যান আফনান (১৪), মাহেরীন চৌধুরী (৪০), আব্দুল্লাহ সামিন (১৪) ও সর্বশেষ চার শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে। সঙ্গে সঙ্গে ভবন ও বিমানে আগুন ধরে যায়। উক্ত ভবনে বহু শিক্ষার্থী ক্লাসে অবস্থান করছিল, যাদের অনেকেই হতাহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নেন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কিছু আহত শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে সরাসরি সিএমএইচে নেওয়া হয়।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান।

সরকার মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিমান দুর্ঘটনায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭

প্রকাশঃ ০৮:৫৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। নিহত শিক্ষার্থীরা হলেন—এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও সায়ান ইউসুফ (১৪)।

এর আগে সোমবার রাত দেড়টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। তবে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়।

আইএসপিআর’র রাত ৮টার বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর আটটি হাসপাতাল থেকে আহত ও নিহতদের সর্বশেষ পরিসংখ্যান দেওয়া হয়:

  • কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত ০

  • জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১

  • সিএমএইচ, ঢাকা: আহত ১৭, নিহত ১২

  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১, নিহত ২

  • লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: আহত ১১, নিহত ২

  • উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১

  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত ০

তবে রাত সাড়ে ১০টার পর থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও শিক্ষার্থী ও শিক্ষক মারা যাওয়ায় মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন জানান, সন্ধ্যার পর থেকে সেখানে একে একে মারা যান আফনান (১৪), মাহেরীন চৌধুরী (৪০), আব্দুল্লাহ সামিন (১৪) ও সর্বশেষ চার শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে। সঙ্গে সঙ্গে ভবন ও বিমানে আগুন ধরে যায়। উক্ত ভবনে বহু শিক্ষার্থী ক্লাসে অবস্থান করছিল, যাদের অনেকেই হতাহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নেন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কিছু আহত শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে সরাসরি সিএমএইচে নেওয়া হয়।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান।

সরকার মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”