ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোনে উত্তাল ছাত্রআন্দোলন: উপদেষ্টা ও প্রেস সচিব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 6

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মোড়ে অবস্থান নিয়ে আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা | ছবি: সংগৃহীত


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল থেকে ছয় দফা দাবিতে বিক্ষোভ শুরু করে।

সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে জড়ো হতে শুরু করে। তবে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষার্থীরা কলেজ ফটকের বাইরে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।

সকাল সাড়ে ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে আসেন। ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ফেলেন এবং ছয় দফা দাবির পক্ষে স্লোগান দেন।

বিকেল ৩টা ৩০ মিনিটে উপদেষ্টারা কলেজ ত্যাগের চেষ্টা করেন। কিন্তু দিয়াবাড়ি মোড়ে পৌঁছালে শিক্ষার্থীরা আবার তাঁদের অবরোধ করেন। ফলে উপদেষ্টাদের গাড়িবহর আবার কলেজে ফিরে এসে ‘একাডেমিক ভবন-৭’-এর দ্বিতীয় তলায় অবস্থান নেন। তাঁদের গাড়িগুলো কলেজের গার্লস ক্যাম্পাসের ভেতরে পার্ক করা রয়েছে।

এদিকে কলেজ ক্যাম্পাসে বর্তমানে ভবন-৫ ও ভবন-৭–এর আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। র‍্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যদিও কলেজ ভবনের ভেতরের পরিবেশ এখন অনেকটাই শান্ত, তবে ফটকের বাইরে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি উত্থাপন করেছেন, তা হলো:
১. নিহত ব্যক্তিদের সঠিক নাম-পরিচয় প্রকাশ
২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
৩. প্রত্যেক নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
৪. পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু
৫. প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার
৬. শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়া

উপদেষ্টারা পরে কলেজের ৫ নম্বর ভবনের কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি ও কলেজ শিক্ষকবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে প্রতিটি দাবি পূরণে উদ্যোগ নেওয়া হবে।”

এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রতিটিকে যৌক্তিক বলে স্বীকৃতি দিয়েছে। তবুও শিক্ষার্থীরা তাঁদের দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। আইএসপিআরের তথ্যমতে, আজ দুপুর পর্যন্ত এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে এবং আহত হয়েছেন ১৬৫ জন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজকের বিক্ষোভের আয়োজন করে এবং সরকার ও সামরিক বাহিনীর নিকট দায়বদ্ধতা দাবি করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মাইলস্টোনে উত্তাল ছাত্রআন্দোলন: উপদেষ্টা ও প্রেস সচিব অবরুদ্ধ

প্রকাশঃ ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মোড়ে অবস্থান নিয়ে আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা | ছবি: সংগৃহীত


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল থেকে ছয় দফা দাবিতে বিক্ষোভ শুরু করে।

সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে জড়ো হতে শুরু করে। তবে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষার্থীরা কলেজ ফটকের বাইরে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।

সকাল সাড়ে ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে আসেন। ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ফেলেন এবং ছয় দফা দাবির পক্ষে স্লোগান দেন।

বিকেল ৩টা ৩০ মিনিটে উপদেষ্টারা কলেজ ত্যাগের চেষ্টা করেন। কিন্তু দিয়াবাড়ি মোড়ে পৌঁছালে শিক্ষার্থীরা আবার তাঁদের অবরোধ করেন। ফলে উপদেষ্টাদের গাড়িবহর আবার কলেজে ফিরে এসে ‘একাডেমিক ভবন-৭’-এর দ্বিতীয় তলায় অবস্থান নেন। তাঁদের গাড়িগুলো কলেজের গার্লস ক্যাম্পাসের ভেতরে পার্ক করা রয়েছে।

এদিকে কলেজ ক্যাম্পাসে বর্তমানে ভবন-৫ ও ভবন-৭–এর আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। র‍্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যদিও কলেজ ভবনের ভেতরের পরিবেশ এখন অনেকটাই শান্ত, তবে ফটকের বাইরে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি উত্থাপন করেছেন, তা হলো:
১. নিহত ব্যক্তিদের সঠিক নাম-পরিচয় প্রকাশ
২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
৩. প্রত্যেক নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
৪. পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু
৫. প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার
৬. শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়া

উপদেষ্টারা পরে কলেজের ৫ নম্বর ভবনের কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি ও কলেজ শিক্ষকবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে প্রতিটি দাবি পূরণে উদ্যোগ নেওয়া হবে।”

এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রতিটিকে যৌক্তিক বলে স্বীকৃতি দিয়েছে। তবুও শিক্ষার্থীরা তাঁদের দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। আইএসপিআরের তথ্যমতে, আজ দুপুর পর্যন্ত এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে এবং আহত হয়েছেন ১৬৫ জন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজকের বিক্ষোভের আয়োজন করে এবং সরকার ও সামরিক বাহিনীর নিকট দায়বদ্ধতা দাবি করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”