নড়াইলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্র লীগ নেতার

- প্রকাশঃ ১০:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 6
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে ইউনিয়নের আগদিয়া গ্রামের নিজ বাড়িতে স্থানীয়দের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।
ঘোষণার সময় এক গামলা ও এক বালতি দুধ দিয়ে নিজেই গোসল করেন সাজ্জাদুল। এরপর বলেন, আমি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ছিলাম। দলের কোনো সুবিধা নেইনি, কাউকে ক্ষতিগ্রস্ত করিনি। অথচ ৫ জুলাইয়ের পর আমার বাড়িতে হামলা চালানো হয়, বাড়িঘর ভাঙচুর হয়, আমাকে হত্যাচেষ্টাও করা হয়। ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মামলা দিয়ে জেলেও পাঠানো হয়। জেলে থাকতেই আমার বাবা মারা যান। এসব সহ্য করতে না পেরে আজ আমি ছাত্রলীগসহ সকল রাজনৈতিক দল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত শুধু মৌখিক নয়—পরে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে।
এ সময় এলাকাবাসীর মধ্যে আগদিয়া গ্রামের আরাফাত মোল্যা বলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সাজ্জাদুল ভাই দুধ দিয়ে গোসল করছেন। পরে জানতে পারলাম তিনি রাজনীতি ছাড়ছেন।
স্থানীয় নারী মলিনা অধিকারী বলেন, সাজ্জাদুল রাজনীতি করতেন, এখন দুধ দিয়ে গোসল করে বললেন আর করবেন না, তাই দেখতে এসেছি।
তার পরিবারের সদস্য সোনিয়া বেগম জানান, আমার ভাতিজা সাজ্জাদুল ছাত্রলীগের সভাপতি ছিল। রাজনৈতিক কারণে তাকে জেলে যেতে হয়, আর তখনই তার বাবা মারা যান। দলে থেকে আমরা শুধু কষ্ট পেয়েছি, অভাব ঘোচেনি, বরং নির্যাতন বেড়েছে। তাই সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে আর রাজনীতি করবে না।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে সাজ্জাদুলের দুধ দিয়ে গোসল করে পদত্যাগের এ ব্যতিক্রমী সিদ্ধান্ত।