শহীদ পরিবারের মর্যাদা রক্ষা হয়নি: সুনামগঞ্জে সামান্তা শারমীন

- প্রকাশঃ ১২:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 2
মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সুনামগঞ্জে শহীদ পরিবারের প্রতি অবহেলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন।
শুক্রবার (২৫ জুলাই) শহরের আলফাত স্কয়ারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আওতায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশের একটি কেন্দ্রবিন্দু ছিল সুনামগঞ্জ। জুলাই অভ্যুত্থানের সময় এখানকার অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেই শহীদ পরিবারগুলোর মর্যাদা রক্ষা হয়নি।
তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, অন্যায় ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলতে পারে না। জনগণ আজ একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র চায়। আমরা সেই রাষ্ট্র গঠনের সংগ্রামে আছি।
এসময় সামান্তা শারমীন রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই দুর্ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া চলবে না।
জাতীয় নাগরিক পার্টির এই পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।