মাইলস্টোন দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের শোকর্যালি

- প্রকাশঃ ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 4
বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার শোকর্যালি | ছবি: প্রজন্ম কথা
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষে শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় এক শোকর্যালির আয়োজন করে সংগঠনটি।
সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই শোকর্যালি সম্পন্ন হয়। শোকর্যালিতে অংশগ্রহণ করেন জেলা ও তৃণমূল শাখার নেতৃবৃন্দ।
জেলা শাখার সভাপতি গৌরি ভট্টাচার্য শোকর্যালিতে বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় তরুণ প্রাণের এভাবে ঝরে যাওয়া গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এই দুর্ঘটনায় শুধু কিছু মানুষকে হারাইনি, হারিয়েছি সম্ভাবনা, স্বপ্ন এবং ভবিষ্যৎ নেতৃত্বকে।
তিনি আরও বলেন, মানবজীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাই ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে যেন যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় এই দাবি জানাই।
শোকর্যালিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক শরীফা আশরাফী, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনা পাল এবং কার্যকরী কমিটির সদস্য নাসিমা বেগম, ইলা তালুকদার, খেলা রানী দে, তৃষ্ণা আক্তার রুশনা ও সাবিয়া বেগম।
সদ্যঘটিত এ ট্র্যাজেডিকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শহরজুড়ে শোকের আবহ ছড়িয়ে পড়ে।