নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল কমিউনিটির নতুন নেতৃত্বে সজিব-আসাদ

- প্রকাশঃ ০২:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 1
মো. সজিব ইসলাম, মো. আসাদুজ্জামান | মো. আসাদুজ্জামান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ডিভিশনাল কমিউনিটির (RDC) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও কমিটি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সজিব ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান।
সভাপতি সজিব ইসলাম বলেন, এই পদে আমাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাই। আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করব এবং সংগঠনকে সম্মানজনক উন্নতির পথে এগিয়ে নিতে কাজ করব।
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, এটি আমার জন্য সম্মান ও প্রতিশ্রুতি কমিউনিটির উন্নয়ন, ঐক্য ও সেবার জন্য আন্তরিকভাবে কাজ করব। আমরা সহযোগিতা ও পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাই।
সদ্য সাবেক সভাপতি আতিয়া ইবনাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. সাহিদুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হালিম এবং জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর রাজশাহী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান আল-মাহাদি ও বর্তমান প্রচার সম্পাদক আহনাফ তাহমিদ।