ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 6

মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে বক্তব্য দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস | ছবি: সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তাঁর সরকার বদ্ধপরিকর।

বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণকালে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মুহাম্মদ ইউনূস বলেন, আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বাংলাদেশ গড়তে আমরা শান্তি, স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিত করার দিকে মনোযোগী।

গত বছরের জুলাই-আগস্টে তরুণদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, শত শত ছাত্র-যুবক মর্যাদাপূর্ণ, বৈষম্য ও অবিচারমুক্ত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে। এই অভ্যুত্থান আমাদের জাতীয় পরিচয় ও ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে।

অর্থনৈতিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তাদের সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করাই উন্নত বাংলাদেশের পথ।

তরুণদের উদ্দেশে মুহাম্মদ ইউনূস বলেন, বড় স্বপ্ন দেখো, সাহসীভাবে চিন্তা করো এবং সে অনুযায়ী কাজ করো। প্রকৃত সাফল্য কেবল নিজের অর্জনে নয়, বরং অন্যদেরও উন্নতির পথে নিয়ে যাওয়ার মধ্যেই নিহিত।

অনুষ্ঠানে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদির, ইউকেএমের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুফিয়ান জুসোহসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

প্রকাশঃ ০৫:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে বক্তব্য দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস | ছবি: সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তাঁর সরকার বদ্ধপরিকর।

বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণকালে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মুহাম্মদ ইউনূস বলেন, আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বাংলাদেশ গড়তে আমরা শান্তি, স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিত করার দিকে মনোযোগী।

গত বছরের জুলাই-আগস্টে তরুণদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, শত শত ছাত্র-যুবক মর্যাদাপূর্ণ, বৈষম্য ও অবিচারমুক্ত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে। এই অভ্যুত্থান আমাদের জাতীয় পরিচয় ও ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে।

অর্থনৈতিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তাদের সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করাই উন্নত বাংলাদেশের পথ।

তরুণদের উদ্দেশে মুহাম্মদ ইউনূস বলেন, বড় স্বপ্ন দেখো, সাহসীভাবে চিন্তা করো এবং সে অনুযায়ী কাজ করো। প্রকৃত সাফল্য কেবল নিজের অর্জনে নয়, বরং অন্যদেরও উন্নতির পথে নিয়ে যাওয়ার মধ্যেই নিহিত।

অনুষ্ঠানে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদির, ইউকেএমের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুফিয়ান জুসোহসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”