ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই — ধর্ম উপদেষ্টা

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৪:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 4

ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে সরকারের পাশাপাশি সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড়ে রাজারগাঁওয়ে শ্রী শ্রী অদ্বৈতচার্যের মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা অল্প সময়ের জন্য দায়িত্বে আছি। আরও সময় পেলে আরও অনেক কাজ সম্পন্ন করা যেত। দ্রুতই আমরা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাব।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টায় ধর্ম উপদেষ্টা রাজারগাঁও এলাকায় পৌঁছান। পরে অদ্বৈত মন্দির প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক এবং শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় প্রমুখ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই — ধর্ম উপদেষ্টা

প্রকাশঃ ০৪:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে সরকারের পাশাপাশি সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড়ে রাজারগাঁওয়ে শ্রী শ্রী অদ্বৈতচার্যের মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা অল্প সময়ের জন্য দায়িত্বে আছি। আরও সময় পেলে আরও অনেক কাজ সম্পন্ন করা যেত। দ্রুতই আমরা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাব।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টায় ধর্ম উপদেষ্টা রাজারগাঁও এলাকায় পৌঁছান। পরে অদ্বৈত মন্দির প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক এবং শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় প্রমুখ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”