চিকিৎসার অভাবে আর কোনো প্রাণহানি নয়: স্বাস্থ্যব্যবস্থায় সংস্কারের দাবি

- প্রকাশঃ ০৯:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 18
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈষম্য ও অনিয়ম দূর করতে এবং চিকিৎসার অভাবে যেন আর কোনো প্রাণহানি না ঘটে—এই দাবি তুলেছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, শুধু ডাক্তার ভিজিট ২০০ টাকা নির্ধারণ যথেষ্ট নয়; বরং একটি পূর্ণাঙ্গ সংস্কার কার্যক্রম হাতে নেওয়া জরুরি।
দাবিদারদের প্রস্তাব অনুযায়ী—ডাক্তারদের ভিজিট নির্দিষ্ট সীমার মধ্যে রাখা, ওষুধের দাম কমানো, গুরুত্বপূর্ণ ও দামী টেস্ট ৪০০–৭০০ টাকার মধ্যে নিশ্চিত করা এবং অ্যাম্বুলেন্স ভাড়া ২০০–৪০০ টাকার মধ্যে সীমাবদ্ধ করা উচিত।
তাঁরা আরও বলেন, ধনী-গরিব নির্বিশেষে সমানভাবে চিকিৎসা নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি হাসপাতালে ডাক্তারদের অবৈধ ব্যবসা চিহ্নিত করে লাইসেন্স বাতিল করতে হবে। পাশাপাশি নকল ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধ, হাসপাতালভিত্তিক সিন্ডিকেট ব্যবসা প্রতিরোধ এবং আর্থিক সংকটে থাকা রোগীদের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসার সুযোগ রাখতে হবে।
সাধারণ মানুষের দাবি, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের স্বাস্থ্যখাতে আস্থা ফিরে আসবে এবং চিকিৎসার অভাবে আর কাউকে প্রাণ হারাতে হবে না।