ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাব সদস্যদের অতর্কিত হামলা, আতঙ্কে শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৪:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 62

রাতে বিনোদপুরে রাবি শিক্ষার্থীদের ওপর র‍্যাবের হামলার অভিযোগ উঠেছে | ছবি: প্রজন্ম কথা 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ওপর র‌্যাব সদস্যদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী শিক্ষার্থী শাহিন শেখ (২০-২১ সেশন) জানান, গতকাল (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিনোদপুর এলাকায় তিনি বিভাগের জুনিয়র শিক্ষার্থী জুনায়েদ ও সাখাওয়াতের (২১-২২ সেশন) সঙ্গে চা পান ও আড্ডা দেন। রাত গভীর হলে জুনায়েদকে মোটরসাইকেলে করে ম্যাচে পৌঁছে দিতে গেলে তিন–চারটি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি তাদের ঘিরে ধরে। তারা শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে শাহিন নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন।

অভিযোগ অনুযায়ী, পরিচয় দেওয়ার পরও অভিযুক্তরা রুক্ষ আচরণ করে, পকেট তল্লাশি চালাতে চায় এবং বন্দুক প্রদর্শন করে। আতঙ্কে শিক্ষার্থীরা ছিনতাইকারীর কবলে পড়েছে মনে করে দৌড়ে পালাতে শুরু করেন। এ সময় শাহিন একটি ছাত্রাবাসে ঢোকার চেষ্টা করলে তাঁর পায়ে লোহার পেরেক বিদ্ধ হয়। পরে তাঁকে ধরে বুকে, পিঠে ও মুখে নির্বিচারে মারধর করা হয়।

স্থানীয় একজন ভদ্রলোক বাধা দিলে অভিযুক্তদের একজন নিজেকে র‌্যাব সদস্য পরিচয়ে আইডি কার্ড দেখান। কিছুক্ষণ পর বেশিরভাগই পালিয়ে গেলেও শিক্ষার্থীরা একটি মোটরসাইকেলের চাবি কেড়ে নিলে বাকিদের আর পালাতে পারেনি।

পরে বিষয়টি শাহিন এএসপি রুবেলকে অবহিত করলে তিনি ফোর্স পাঠান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে আটক ব্যক্তিদের শর্তসাপেক্ষে র‌্যাব-৫ এর কমান্ডার মেজর মাজেদের কাছে হস্তান্তর করা হয়।

শাহিন বলেন, আমি এখন পুরোপুরি ট্রমাটাইজড। নিরাপত্তাহীনতায় ভুগছি। শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছি, অন্যের সাহায্য ছাড়া হাঁটতেও পারছি না।

ঘটনার পর পুরো ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাব সদস্যদের অতর্কিত হামলা, আতঙ্কে শিক্ষার্থীরা

প্রকাশঃ ০৪:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

রাতে বিনোদপুরে রাবি শিক্ষার্থীদের ওপর র‍্যাবের হামলার অভিযোগ উঠেছে | ছবি: প্রজন্ম কথা 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ওপর র‌্যাব সদস্যদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী শিক্ষার্থী শাহিন শেখ (২০-২১ সেশন) জানান, গতকাল (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিনোদপুর এলাকায় তিনি বিভাগের জুনিয়র শিক্ষার্থী জুনায়েদ ও সাখাওয়াতের (২১-২২ সেশন) সঙ্গে চা পান ও আড্ডা দেন। রাত গভীর হলে জুনায়েদকে মোটরসাইকেলে করে ম্যাচে পৌঁছে দিতে গেলে তিন–চারটি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি তাদের ঘিরে ধরে। তারা শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে শাহিন নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন।

অভিযোগ অনুযায়ী, পরিচয় দেওয়ার পরও অভিযুক্তরা রুক্ষ আচরণ করে, পকেট তল্লাশি চালাতে চায় এবং বন্দুক প্রদর্শন করে। আতঙ্কে শিক্ষার্থীরা ছিনতাইকারীর কবলে পড়েছে মনে করে দৌড়ে পালাতে শুরু করেন। এ সময় শাহিন একটি ছাত্রাবাসে ঢোকার চেষ্টা করলে তাঁর পায়ে লোহার পেরেক বিদ্ধ হয়। পরে তাঁকে ধরে বুকে, পিঠে ও মুখে নির্বিচারে মারধর করা হয়।

স্থানীয় একজন ভদ্রলোক বাধা দিলে অভিযুক্তদের একজন নিজেকে র‌্যাব সদস্য পরিচয়ে আইডি কার্ড দেখান। কিছুক্ষণ পর বেশিরভাগই পালিয়ে গেলেও শিক্ষার্থীরা একটি মোটরসাইকেলের চাবি কেড়ে নিলে বাকিদের আর পালাতে পারেনি।

পরে বিষয়টি শাহিন এএসপি রুবেলকে অবহিত করলে তিনি ফোর্স পাঠান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে আটক ব্যক্তিদের শর্তসাপেক্ষে র‌্যাব-৫ এর কমান্ডার মেজর মাজেদের কাছে হস্তান্তর করা হয়।

শাহিন বলেন, আমি এখন পুরোপুরি ট্রমাটাইজড। নিরাপত্তাহীনতায় ভুগছি। শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছি, অন্যের সাহায্য ছাড়া হাঁটতেও পারছি না।

ঘটনার পর পুরো ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”