ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল ঘিরে ত্রয়োদশ সংসদ নির্বাচন, যশোর-১ শার্শা আসনে রাজনৈতিক উত্তাপ

মোঃ তাজমুল হোসেন
  • প্রকাশঃ ০৫:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 69

যশোর-১ (শার্শা) আসনকে ঘিরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল এ আসনে হওয়ায় কৌশলগত দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ধরে এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী শক্ত অবস্থান গড়ে তুললেও এবার গণধিকার পরিষদের প্রার্থীর আবির্ভাব নতুন সমীকরণ তৈরি করেছে।

শার্শা আসনের মোট ১১টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১০২টি। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৪০ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮৮৩ জন।

১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ইতোমধ্যেই বিএনপির চারজন মনোনয়ন প্রত্যাশী এবং জামায়াতে ইসলামী’র একক প্রার্থী মাওলানা আজিজুর রহমান মাঠে নেমেছেন। পাশাপাশি গণধিকার পরিষদের প্রার্থীও সীমিত পরিসরে প্রচার কার্যক্রম চালাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শার্শা আসনের প্রতিদ্বন্দ্বিতা এবার আরও উত্তেজনাপূর্ণ হবে। কারণ, একদিকে ঐতিহ্যবাহী বিরোধী শক্তির সক্রিয়তা, অন্যদিকে নতুন প্রার্থীর আবির্ভাব ভোটের সমীকরণে ভিন্ন মাত্রা যোগ করবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বেনাপোল ঘিরে ত্রয়োদশ সংসদ নির্বাচন, যশোর-১ শার্শা আসনে রাজনৈতিক উত্তাপ

প্রকাশঃ ০৫:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

যশোর-১ (শার্শা) আসনকে ঘিরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল এ আসনে হওয়ায় কৌশলগত দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ধরে এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী শক্ত অবস্থান গড়ে তুললেও এবার গণধিকার পরিষদের প্রার্থীর আবির্ভাব নতুন সমীকরণ তৈরি করেছে।

শার্শা আসনের মোট ১১টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১০২টি। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৪০ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮৮৩ জন।

১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ইতোমধ্যেই বিএনপির চারজন মনোনয়ন প্রত্যাশী এবং জামায়াতে ইসলামী’র একক প্রার্থী মাওলানা আজিজুর রহমান মাঠে নেমেছেন। পাশাপাশি গণধিকার পরিষদের প্রার্থীও সীমিত পরিসরে প্রচার কার্যক্রম চালাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শার্শা আসনের প্রতিদ্বন্দ্বিতা এবার আরও উত্তেজনাপূর্ণ হবে। কারণ, একদিকে ঐতিহ্যবাহী বিরোধী শক্তির সক্রিয়তা, অন্যদিকে নতুন প্রার্থীর আবির্ভাব ভোটের সমীকরণে ভিন্ন মাত্রা যোগ করবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”