কলকাতায় নির্বাসনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, রাজনীতিতে সক্রিয় অনলাইনে

- প্রকাশঃ ০১:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 87
পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতারা সে দেশে বসে কী করছেন, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট | ওই প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট
বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দলীয় শীর্ষ নেতাদের অনেকেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন ভারতের কলকাতায়। কলকাতার নিউটাউন এলাকার একটি ভাড়া ফ্ল্যাটকে ঘিরেই এখন তাঁদের কার্যক্রম সীমাবদ্ধ। সেখানেই চলছে দৈনন্দিন বৈঠক, রাজনৈতিক পরামর্শ এবং অনলাইন কর্মকাণ্ড।
দলীয় সূত্রে জানা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী মহিবুর রহমান মানিক, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও মতিয়া চৌধুরীসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। নেতারা নিয়মিত জিমে ব্যায়াম, প্রার্থনা এবং অনলাইনে সভা-সেমিনারে অংশ নিচ্ছেন। একই সঙ্গে দেশে দলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও তাঁরা আলোচনায় ব্যস্ত।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “আমরা বিশ্রামের জন্য এখানে আসিনি, বরং বাংলাদেশে গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দেশের পরিস্থিতি স্থিতিশীল হলেই আমরা ফিরে যাব।”
এদিকে কলকাতায় বসে আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রতিদিন দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। অনেকে অনলাইন বৈঠকের মাধ্যমে দলের তৃণমূল নেতাকর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করছেন।
প্রবাসে থেকেও নেতাদের সক্রিয় ভূমিকা দলীয় কর্মীদের মধ্যে আস্থার সঞ্চার করেছে বলে দাবি করেছেন একাধিক নেতা। তবে তাঁরা স্বীকার করেন, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা দূর না হওয়া পর্যন্ত নিরাপদ প্রত্যাবর্তন সম্ভব নয়।