ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১১:৫১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 15

আদালতের হৃদয়স্পর্শী ভাইরাল ভিডিওতে বিশ্বজুড়ে জনপ্রিয় এই মার্কিন বিচারক ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ৮৮ বছর বয়সে মারা গেলেন | ছবি: সংগৃহীত


মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের সাবেক বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। মঙ্গলবার স্থানীয় সময় তার অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন ক্যাপ্রিও। মানুষের প্রতি তার সহানুভূতি, বিনয় ও অটল বিশ্বাসের জন্য তিনি ছিলেন সবার প্রিয়। আদালতের ভেতরে-বাইরে তার কাজ লক্ষ লক্ষ মানুষের জীবন স্পর্শ করেছে।

‘কট ইন প্রভিডেন্স’ টেলিভিশন শোর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। আদালতের ভেতরে আসামিদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও দুঃস্থদের প্রতি উদারতা দেখানোর জন্য তিনি ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে খ্যাতি অর্জন করেন। ২০০০ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানটি চারটি ডে-টাইম এমি মনোনয়ন পায়।

২০২৩ সালের ডিসেম্বরে ক্যান্সার ধরা পড়ার কথা তিনি নিজেই জানান। গত মে মাসে তার শেষ রেডিয়েশন থেরাপি সম্পন্ন হয়। মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

১৯৩৬ সালের ২৩ নভেম্বর রোড আইল্যান্ডে জন্ম নেওয়া ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও প্রায় ৫০ বছর প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে দায়িত্ব পালন করেন। আইনজীবী হওয়ার আগে তিনি শিক্ষকতা করতেন।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী জয়েস ক্যাপ্রিও, পাঁচ সন্তান, সাত নাতি-নাতনি ও দুই প্রপৌত্র-প্রপৌত্রী রেখে গেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই

প্রকাশঃ ১১:৫১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

আদালতের হৃদয়স্পর্শী ভাইরাল ভিডিওতে বিশ্বজুড়ে জনপ্রিয় এই মার্কিন বিচারক ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ৮৮ বছর বয়সে মারা গেলেন | ছবি: সংগৃহীত


মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের সাবেক বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। মঙ্গলবার স্থানীয় সময় তার অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন ক্যাপ্রিও। মানুষের প্রতি তার সহানুভূতি, বিনয় ও অটল বিশ্বাসের জন্য তিনি ছিলেন সবার প্রিয়। আদালতের ভেতরে-বাইরে তার কাজ লক্ষ লক্ষ মানুষের জীবন স্পর্শ করেছে।

‘কট ইন প্রভিডেন্স’ টেলিভিশন শোর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। আদালতের ভেতরে আসামিদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও দুঃস্থদের প্রতি উদারতা দেখানোর জন্য তিনি ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে খ্যাতি অর্জন করেন। ২০০০ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানটি চারটি ডে-টাইম এমি মনোনয়ন পায়।

২০২৩ সালের ডিসেম্বরে ক্যান্সার ধরা পড়ার কথা তিনি নিজেই জানান। গত মে মাসে তার শেষ রেডিয়েশন থেরাপি সম্পন্ন হয়। মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

১৯৩৬ সালের ২৩ নভেম্বর রোড আইল্যান্ডে জন্ম নেওয়া ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও প্রায় ৫০ বছর প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে দায়িত্ব পালন করেন। আইনজীবী হওয়ার আগে তিনি শিক্ষকতা করতেন।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী জয়েস ক্যাপ্রিও, পাঁচ সন্তান, সাত নাতি-নাতনি ও দুই প্রপৌত্র-প্রপৌত্রী রেখে গেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”