ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় প্রীতি ফুটবল ম্যাচে উৎসবমুখর পরিবেশ

আসিফ মাহবুব । বগুড়া (সদর) প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:২১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 18

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এবং উদ্বোধক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।

এছাড়া উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিরুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী আলাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সহ-সভাপতি সুজন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, শহরের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক নেতা উজ্জ্বল হোসেন বাবু প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমি বনাম গাবতলী উপজেলা ফুটবল একাদশ। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সমর্থকদের উচ্ছ্বাসে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় প্রীতি ফুটবল ম্যাচে উৎসবমুখর পরিবেশ

প্রকাশঃ ১১:২১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এবং উদ্বোধক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।

এছাড়া উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিরুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী আলাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সহ-সভাপতি সুজন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, শহরের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক নেতা উজ্জ্বল হোসেন বাবু প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমি বনাম গাবতলী উপজেলা ফুটবল একাদশ। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সমর্থকদের উচ্ছ্বাসে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”