ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রেসক্লাবের আয়োজনে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

জাবি প্রতিনিধি │ আমির ফয়সাল
  • প্রকাশঃ ১১:২৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 15

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জেইউপিসি) উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট) দিনব্যাপী ‘Multimedia Journalism’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রেসক্লাব কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ কর্মশালা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ভিডিও ইনচার্জ মো. কুতুব উদ্দিন। এছাড়া জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি, সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণকালে কুতুব উদ্দিন মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তথ্যপ্রযুক্তির জ্ঞান আমাদের কয়েক ধাপ এগিয়ে নেবে। সাংবাদিকতায় টিকে থাকতে হলে মাল্টিমিডিয়া জার্নালিজম শেখার বিকল্প নেই। গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সাংবাদিকদের ভূমিকা আমরা প্রত্যক্ষ করেছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধিরা যে ভূমিকা রেখেছেন, তা অনন্য।

সমাপনী বক্তব্যে জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি বলেন,  পড়াশোনার পাশাপাশি আমরা ক্যাম্পাসে সাংবাদিকতার চর্চা করছি। এ ক্ষেত্রে মৌলিক নিয়ম জানা অত্যন্ত জরুরি। সেই উদ্দেশ্যে আজকের কর্মশালা আয়োজন করা হয়েছে। শুধু শেখাই যথেষ্ট নয়, দৈনন্দিন কাজে এর প্রয়োগ ঘটাতে হবে।

দিনব্যাপী এ কর্মশালা থেকে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রেসক্লাবের আয়োজনে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

প্রকাশঃ ১১:২৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জেইউপিসি) উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট) দিনব্যাপী ‘Multimedia Journalism’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রেসক্লাব কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ কর্মশালা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ভিডিও ইনচার্জ মো. কুতুব উদ্দিন। এছাড়া জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি, সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণকালে কুতুব উদ্দিন মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তথ্যপ্রযুক্তির জ্ঞান আমাদের কয়েক ধাপ এগিয়ে নেবে। সাংবাদিকতায় টিকে থাকতে হলে মাল্টিমিডিয়া জার্নালিজম শেখার বিকল্প নেই। গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সাংবাদিকদের ভূমিকা আমরা প্রত্যক্ষ করেছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধিরা যে ভূমিকা রেখেছেন, তা অনন্য।

সমাপনী বক্তব্যে জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি বলেন,  পড়াশোনার পাশাপাশি আমরা ক্যাম্পাসে সাংবাদিকতার চর্চা করছি। এ ক্ষেত্রে মৌলিক নিয়ম জানা অত্যন্ত জরুরি। সেই উদ্দেশ্যে আজকের কর্মশালা আয়োজন করা হয়েছে। শুধু শেখাই যথেষ্ট নয়, দৈনন্দিন কাজে এর প্রয়োগ ঘটাতে হবে।

দিনব্যাপী এ কর্মশালা থেকে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”