ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ইউটার্ন দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 14

দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার ও সিএনজি | ছবি: সংগৃহীত


কুমিল্লার পদুয়ারবাজারে ইউটার্নে প্রাইভেটকারকে চাপা দিয়ে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পাশাপাশি ওই ইউটার্নটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

শনিবার (২৩ আগস্ট) সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান জানান, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সওজ কর্মকর্তাদের সমন্বিত পরিদর্শনের ভিত্তিতে পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সব যানবাহনকে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন ব্যবহার করতে হবে। এ বিষয়ে আগামীকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক ও যোগাযোগ বিষয়ক সমন্বিত সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজারে ইউটার্নে নিয়ন্ত্রণ হারানো একটি সিমেন্টবোঝাই লরি প্রাইভেটকারকে চাপা দিলে একই পরিবারের চারজন নিহত হন। নিহতরা হলেন—বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন সিএনজি অটোরিকশা যাত্রী।

নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে উল্টো পথে আসা হানিফ পরিবহন ও সংশ্লিষ্ট লরির চালকসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করেছেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর থেকেই চালকরা পলাতক রয়েছেন। মামলার তদন্ত চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কুমিল্লায় ইউটার্ন দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত

প্রকাশঃ ০৪:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার ও সিএনজি | ছবি: সংগৃহীত


কুমিল্লার পদুয়ারবাজারে ইউটার্নে প্রাইভেটকারকে চাপা দিয়ে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পাশাপাশি ওই ইউটার্নটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

শনিবার (২৩ আগস্ট) সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান জানান, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সওজ কর্মকর্তাদের সমন্বিত পরিদর্শনের ভিত্তিতে পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সব যানবাহনকে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন ব্যবহার করতে হবে। এ বিষয়ে আগামীকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক ও যোগাযোগ বিষয়ক সমন্বিত সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজারে ইউটার্নে নিয়ন্ত্রণ হারানো একটি সিমেন্টবোঝাই লরি প্রাইভেটকারকে চাপা দিলে একই পরিবারের চারজন নিহত হন। নিহতরা হলেন—বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন সিএনজি অটোরিকশা যাত্রী।

নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে উল্টো পথে আসা হানিফ পরিবহন ও সংশ্লিষ্ট লরির চালকসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করেছেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর থেকেই চালকরা পলাতক রয়েছেন। মামলার তদন্ত চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”