সর্বএইড ব্লাড ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

- প্রকাশঃ ০৩:০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 16
সরদার সুরুজ্জামান মহিলা কলেজে সর্বএইড ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ক্যাম্পেইনে অংশ নেন। রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি উপস্থিতদের জন্য বিনামূল্যে ওজন, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার সুবিধাও রাখা হয়। আয়োজকরা জানান, মানবতার সেবায় এগিয়ে আসার আনন্দ এবং সুস্থ থাকার নিশ্চয়তা পেয়ে অংশগ্রহণকারীরা ভিন্নধর্মী অভিজ্ঞতা লাভ করেছেন।
ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হওয়ায় কলেজ কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সর্বএইড ব্লাড ফাউন্ডেশন। সংগঠনটির সভাপতি রায়হান ওসমান বলেন, রক্তদান শুধু মানবতার দায়িত্ব নয়, এটি জীবন বাঁচানোর প্রতিশ্রুতি। এক ফোঁটা রক্তই গড়ে তুলতে পারে এক নতুন ভোর।
ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট রিতু আক্তার বলেন, আজকের রক্তদাতা, একজন দেবে, একজন বাঁচবে – এই স্লোগান নিয়েই আমরা কাজ করছি। মানবতার সম্পর্ক গড়ে তুলতে নিয়মিত রক্তদানে সবাইকে উৎসাহিত করছি।
জেনারেল সেক্রেটারি মারিয়া আহমেদ বলেন, বর্তমানে রক্তের অপ্রতুলতা একটি বড় চ্যালেঞ্জ। থ্যালাসেমিয়া, ক্যান্সার, প্রসূতি মা ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য রক্তের নিয়মিত সরবরাহ অপরিহার্য। একজন সুস্থ ব্যক্তি নিয়মিত রক্তদান করে এ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
আরেকজন জেনারেল সেক্রেটারি আহমদ হোসাইন বলেন, আমরা চাই সম্মিলিত প্রচেষ্টায় যেন আর কোনো জীবন রক্তের অভাবে বিপন্ন না হয়। রক্তদান নয়, জীবনদানই আমাদের লক্ষ্য।
সর্বএইড ব্লাড ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে নিয়মিত রক্তদান ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির মূল লক্ষ্য হলো যেকোনো মানুষের প্রয়োজনে নির্দিষ্ট সময়ের মধ্যে রক্ত সরবরাহ নিশ্চিত করা।