ছাত্রলীগ কমিটিতে হাসনাতের পদ নিয়ে ভুয়া প্যাড শেয়ার করে সমালোচনায় রুমিন ফারহানা

- প্রকাশঃ ১১:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 10
রুমিন ফারহানার শেয়ার করা ছাত্রলীগের সেই ভুয়া প্যাডটি | ছবি: প্রজন্ম কথা
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কথার লড়াই নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক’ হিসেবে উল্লেখ করলে, জবাবে রুমিন ফারহানা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তাকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে সম্বোধন করেন। এর পাশাপাশি তিনি ফেসবুকে একটি তথাকথিত প্যাড শেয়ার করেন, যেখানে হাসনাত আবদুল্লাহকে ছাত্রলীগের পদধারী নেতা হিসেবে দেখানো হয়।
তবে অনুসন্ধানে জানা গেছে, রুমিন ফারহানা শেয়ার করা সেই প্যাডটি আসলে ভুয়া। এর আগে একই ধরনের ভুয়া প্যাড ব্যবহার করে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নামও ছড়ানো হয়েছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির নামও এই একই প্যাডে বসিয়ে প্রচার করা হয়েছিল। (রুমিন ফারহানার ফেসবুক পোস্ট পড়তে ক্লিক করুন)
রাজনৈতিক অঙ্গন ও নেটিজেন মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন একজন সংসদ সদস্য ও আইনজীবীর কাছ থেকে যাচাই-বাছাই ছাড়া ভুয়া তথ্য শেয়ার কতটা শোভনীয়।
অন্যদিকে, ছাত্রলীগের নেতাদের দাবি দলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিব্রত করার জন্য এ ধরনের ভুয়া প্যাড ছড়ানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।