ভারত থেকে পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের ফেসবুক পেজ

- প্রকাশঃ ১২:০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 12
ছবি: ফেসবুক থেকে স্কিনসট নেওয়া
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গত মে মাসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২৪ সালের নভেম্বরে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয় দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরবর্তীতে দলটির বড় ও মধ্যম সারির অনেক নেতা ভারতে আশ্রয় নেন। ফলে কার্যত সীমান্তের ওপার থেকেই আওয়ামী লীগ নেতারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
৫ আগস্টের পর মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের তেমন উপস্থিতি না দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সক্রিয় রয়েছেন। বর্তমান সরকারবিরোধী নানা পোস্ট থেকে শুরু করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় দলটির ভেরিফায়েড অফিসিয়াল পেজটি।
২০১৩ সালের ৩০ আগস্ট খোলা ওই পেজটি বর্তমানে নিয়ন্ত্রণ করা হচ্ছে মোট আটটি অ্যাকাউন্ট থেকে। মেটার বিজ্ঞাপন লাইব্রেরি (Ad Library) সূত্রে জানা গেছে, এর মধ্যে পাঁচটি অ্যাকাউন্ট বাংলাদেশে এবং তিনটি ভারতে অবস্থান করছে।
একইভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজও সক্রিয় রয়েছে। ২০১৪ সালের ১৬ মে খোলা এই পেজটি বর্তমানে বাংলাদেশ থেকে পাঁচটি এবং ভারত থেকে একটি অ্যাকাউন্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।
৫ আগস্টের পূর্ব পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর ফেসবুক পেজে নিয়মিতভাবে পেইড বিজ্ঞাপন দেখা গেলেও বর্তমানে মেটা অ্যাড লাইব্রেরিতে কোনো ধরনের এড দেখা যাচ্ছে না।