ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্যক্তিগত জীবন টেনে আনা পুরুষতান্ত্রিক ঘৃণা: হাসনাত আব্দুল্লাহ

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১২:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 15

হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ | ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নারীর রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, তার ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাটশেমিং (চরিত্রহনন) করার অধিকার কারও নেই।

সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান ব্যক্ত করেন। হাসনাত লিখেছেন, নারীর রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, সে বিএনপির হোক, এনসিপির হোক, বামপন্থি হোক, ডানপন্থি হোক কিংবা দলবিহীন, তার শরীর, সম্পর্ক, পোশাক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাটশেমিং করার অধিকার কেউ পায় না। এটা রাজনীতি নয়, বরং পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ।

তিনি অভিযোগ করে বলেন, প্রগতিশীলতার মুখোশধারী অনেকেই এ ঘৃণার চর্চা করেন। তারা একদিকে নারীর অধিকারের কথা বলেন, অন্যদিকে কোনো নারী তাদের মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত হানেন।

হাসনাত উদাহরণ টেনে লিখেছেন, রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্থা, উমামা, তাজনুভা কিংবা মানসুরা—তাদের কেউই এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন। কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাটশেমিংকে হালকা করে দেখা, আর বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া—এই দ্বিচারিতা রাজনীতিকে কুরুচিপূর্ণ করে এবং নারীবিদ্বেষকে স্বাভাবিক করে তোলে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো সাধারণ প্রতিক্রিয়া নয়, বরং জরুরি রাজনৈতিক লড়াই। দল, মত, পরিচয় যাই থাকুক না কেন, এই লড়াই অব্যাহত রাখতে হবে।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে হাসনাত লিখেছেন, আমি নিজে শ্রেণিঘৃণার শিকার হলেও, রুমিন ফারহানাসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ব্যক্তিগত জীবন টেনে আনা পুরুষতান্ত্রিক ঘৃণা: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশঃ ১২:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

হাসনাত আব্দুল্লাহ | ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নারীর রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, তার ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাটশেমিং (চরিত্রহনন) করার অধিকার কারও নেই।

সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান ব্যক্ত করেন। হাসনাত লিখেছেন, নারীর রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, সে বিএনপির হোক, এনসিপির হোক, বামপন্থি হোক, ডানপন্থি হোক কিংবা দলবিহীন, তার শরীর, সম্পর্ক, পোশাক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাটশেমিং করার অধিকার কেউ পায় না। এটা রাজনীতি নয়, বরং পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ।

তিনি অভিযোগ করে বলেন, প্রগতিশীলতার মুখোশধারী অনেকেই এ ঘৃণার চর্চা করেন। তারা একদিকে নারীর অধিকারের কথা বলেন, অন্যদিকে কোনো নারী তাদের মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত হানেন।

হাসনাত উদাহরণ টেনে লিখেছেন, রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্থা, উমামা, তাজনুভা কিংবা মানসুরা—তাদের কেউই এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন। কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাটশেমিংকে হালকা করে দেখা, আর বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া—এই দ্বিচারিতা রাজনীতিকে কুরুচিপূর্ণ করে এবং নারীবিদ্বেষকে স্বাভাবিক করে তোলে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো সাধারণ প্রতিক্রিয়া নয়, বরং জরুরি রাজনৈতিক লড়াই। দল, মত, পরিচয় যাই থাকুক না কেন, এই লড়াই অব্যাহত রাখতে হবে।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে হাসনাত লিখেছেন, আমি নিজে শ্রেণিঘৃণার শিকার হলেও, রুমিন ফারহানাসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”