বিজেপিকে শত্রু ঘোষণা, নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা থালাপতি বিজয়ের

- প্রকাশঃ ০৬:৫৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 11
থালাপতি বিজয় | ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা থালাপতি বিজয় এবার সরাসরি নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিলেন। তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা এই অভিনেতা জানিয়েছেন, আগামী তামিলনাড়ু রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) মাদুরাই জেলায় দলীয় মহাসমাবেশে অংশ নিয়ে বিজয় আনুষ্ঠানিকভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমাবেশের ভিডিও ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাঁর দল টিভিকে।
বিজয় বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর একমাত্র রাজনৈতিক শত্রু ডিএমকে। কোনো রাজনৈতিক সুবিধার জন্য টিভিকে গড়ে ওঠেনি।” তিনি আরও জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন ডিএমকে এবং তাঁর দলের মধ্যে।
গত বছরের ফেব্রুয়ারিতে চলচ্চিত্রজগৎ ছেড়ে রাজনীতিতে যোগদানের ঘোষণা দেন থালাপতি বিজয়। একই বছরের অক্টোবরে প্রথম জনসভায় তিনি বলেছিলেন, “রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।” মাত্র ৯ মাসের মধ্যে তাঁর দল তামিল রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
চেন্নাইয়ে জন্ম নেওয়া এই তারকার আসল নাম যোসেফ বিজয় চন্দ্রশেখর। জনপ্রিয় পরিচালক এস এ চন্দ্রশেখরের ছেলে তিনি। বাবার পরিচালিত ১৫টি ছবিতে কাজ করেছেন বিজয়, যার মধ্যে ছয়টি সিনেমায় ছিলেন শিশু অভিনেতা।
১৯৮৫ সালে ‘নান সিবাপু মনিথন’ ছবিতে সুপারস্টার রজনীকান্তের সঙ্গে অভিনয় করেন তিনি। ১৮ বছর বয়সে নায়ক হিসেবে অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত ৬৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিজয়, যার বেশিরভাগই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে।
রজনীকান্তের অনুরাগী হিসেবে পরিচিত এই তারকা বর্তমানে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন।