সম্পত্তি বিরোধে বাবার ‘আদেশে’ এক ভাইয়ের চোখ তুলে নিলেন অপর দুই ভাই

- প্রকাশঃ ০৬:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / 11
বাবার নির্দেশে সহোদরের চোখ তুলে নেওয়ার দৃশ্য | ছবি: প্রজন্ম কথা
বরিশালের মুলাদী উপজেলায় পারিবারিক সম্পত্তি বিরোধের জেরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বাবার নির্দেশে দুই ভাই মিলে অপর ভাইয়ের দুই চোখ তুলে নিয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আশেদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
চোখ হারানো ব্যক্তি রিপন বেপারী (৩৬), আশেদ ব্যাপারীর সেজ ছেলে। অভিযুক্তরা হলেন তার মেজ ভাই রোকন বেপারী ও ছোট ভাই স্বপন বেপারী।
রিপনের ছেলে আব্দুর রহমান জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন। তিনি মেজ ভাই রোকনের কাছে গচ্ছিত রাখা প্রায় ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার ফেরত চাইলে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করেন এবং দুই ছেলেকে চোখ তুলে ফেলার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী রোকন ও স্বপন মিলে রিপনের চোখ উপড়ে ফেলেন বলে অভিযোগ করেছেন তিনি।
স্থানীয়রা জানান, ঘটনার সময় রিপনের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদীর আশুকাঠি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেও অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত রিপনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনার পর অভিযুক্ত বাবা আশেদ ব্যাপারী ও দুই ছেলে রোকন ও স্বপন বাড়ি ছেড়ে পালিয়েছেন।