লং মার্চ টু ঢাকা’ ঘিরে শাহবাগে উত্তেজনা: আহত অন্তত শতাধিক

- প্রকাশঃ ০৯:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / 11
পুলিশ-বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে | ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তিন দফা দাবিতে আন্দোলনরত বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক সাংবাদিকসহ অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের আউট গেটে অবস্থান নিলে পুলিশও মোড়ে অবস্থান নেয়। এ অবস্থান থেকে শুরু হয় উত্তেজনা, যা সংঘর্ষে রূপ নেয়।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে দুপুর দেড়টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সংঘর্ষে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে। শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরে বিকেল ৫টার দিকে শাহবাগ ইন্টারকন্টিনেন্টালের সামনে এক সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ জানান, সরকারের গঠিত ‘নিরীক্ষা কমিটি’ প্রত্যাখ্যান করা হলো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ও জবাবদিহি করতে হবে, হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার সমস্ত খরচ বহন করতে হবে, শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত নতুন কমিটি গঠন করতে হবে।
জুবায়ের আহমেদ আরও বলেন, আমাদের যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা করা যাবে না এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। যানজটের ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করা হয়েছে। বর্তমানে শাহবাগ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।