সুনামগঞ্জে বেইলি সেতু ভেঙে ৯ ঘণ্টা যান চলাচল বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ

- প্রকাশঃ ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 6
সুনামগঞ্জ–দিরাই আঞ্চলিক মহাসড়কের কাঠইর এলাকায় বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ায় নয় ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। এতে সুনামগঞ্জ সদর ও সিলেটের সঙ্গে দিরাই, শাল্লা এবং জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হঠাৎ বিপর্যয়ে হাজারো যাত্রী দীর্ঘসময় ভোগান্তিতে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় পাটাতন দেবে যায়। মুহূর্তেই সেতুটি ভেঙে পড়লে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
খবর পেয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি মেরামতকাজ শুরু করেন। টানা নয় ঘণ্টার চেষ্টার পর দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, কাঠইর বেইলি ব্রিজে ৩০ টনের একটি ট্রাক আটকে গিয়েছিল। খবর পেয়ে আমরা দ্রুত ট্রাকটি সরিয়ে সেতুর জরুরি মেরামত সম্পন্ন করি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশেই নতুন একটি সেতুর নির্মাণকাজ চলছে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। তখন আর এ ধরনের ভোগান্তি থাকবে না।