ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসিফ মাহবুব । বগুড়া সদর প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:১৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 7

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির র‍্যালিকে সফল করার লক্ষ্যে সদর উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ সভা উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি শামসুল আলম মন্ডল, ফেরদৌস আলম পিলু, আলহাজ্ব আব্দুল বাছেত, শাহ মো. আব্দুর রশিদ বজলু, জাহাঙ্গীর হোসেন টুকু প্রমুখ। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আইয়ুব খান, হাসান জাহিদ হেলাল, এস এম রাসেল মামুন, মাহবুবুর রহমান, আব্দুল আউয়াল কাফী, শাহ আলম জনি, এবিএম সিদ্দিক, সাইদুল কবির সাজু, মাহবুবুর রহমান দুলাল, জালাল উদ্দিনসহ অনেকে।

প্রস্তুতি সভায় আরও অংশ নেন সদর উপজেলা যুবদল, মহিলাদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল করার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। তাই প্রতিষ্ঠাবার্ষিকীকে ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় করে তুলতে হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১১:১৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির র‍্যালিকে সফল করার লক্ষ্যে সদর উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ সভা উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি শামসুল আলম মন্ডল, ফেরদৌস আলম পিলু, আলহাজ্ব আব্দুল বাছেত, শাহ মো. আব্দুর রশিদ বজলু, জাহাঙ্গীর হোসেন টুকু প্রমুখ। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আইয়ুব খান, হাসান জাহিদ হেলাল, এস এম রাসেল মামুন, মাহবুবুর রহমান, আব্দুল আউয়াল কাফী, শাহ আলম জনি, এবিএম সিদ্দিক, সাইদুল কবির সাজু, মাহবুবুর রহমান দুলাল, জালাল উদ্দিনসহ অনেকে।

প্রস্তুতি সভায় আরও অংশ নেন সদর উপজেলা যুবদল, মহিলাদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল করার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। তাই প্রতিষ্ঠাবার্ষিকীকে ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় করে তুলতে হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”