টাঙ্গুয়ার হাওরে বিশেষ অভিযান: জেলে আটক, ৮ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

- প্রকাশঃ ০১:১৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 5
টাঙ্গুয়ার হাওরে জেলা প্রশাসনের অভিযান: হাউসবোটে জরিমানা, জাল ধ্বংস ও জেলে আটক | ছবি: প্রজন্ম কথা
দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে তিনটি হাউসবোটকে জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে তিন জেলেকে। এ সময় গোলাবাড়ি এলাকায় প্রায় আট হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন তাহিরপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটকবাহী নৌকা প্রবেশ এবং কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে তাহিরপুর ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি জীববৈচিত্র্যের ভান্ডার। এখানে মাছ, পাখি, জলজ উদ্ভিদসহ নানা প্রজাতির জীবন টিকে আছে, যার সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় মানুষের জীবন–জীবিকা। তাই হাওরের পরিবেশ রক্ষায় আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।
তিনি আরও জানান, অবৈধ মাছ ধরা, গাছ কাটা বা বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে নানা কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
সরকার ও উন্নয়ন সহযোগীরা ইতোমধ্যে টাঙ্গুয়ার হাওরের টেকসই উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে ইকোট্যুরিজম, জেলেদের পুনর্বাসন ও বিকল্প জীবিকায়ন কর্মসূচি হাওর রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে বলেও জানান তিনি।