আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে জোড়া গোলে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

- প্রকাশঃ ১০:০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 5
বিশ্বচ্যাম্পিয়নকে জয় এনে দিয়ে ঘরের মাটিতে বিদায়ী ম্যাচ স্মরণীয় করলেন মেসি | ছবি: সংগৃহীত
ঘরের মাঠে সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচটা স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। পরিবারকে গ্যালারিতে পাশে রেখে, মাঠে দুই গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে জেতালেন ফুটবলের ক্ষুদে জাদুকর।
এস্তাদিও মনুমেন্তালের কানায় কানায় ভরা গ্যালারিতে শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে বিশেষ রাতটা যেন উৎসবে পরিণত হয়। স্ত্রী আন্তোনেলা, তিন সন্তান ও বাবা-মাসহ হাজারো দর্শকের উপস্থিতিতে মেসির চোখে আনন্দাশ্রু এনে দেয় দর্শকদের করতালি ও আবেগঘন মুহূর্তগুলো।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ৭৭ শতাংশ বল দখল ও ১৭টি শট নিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে তারা। বিপরীতে ভেনেজুয়েলা ৫ শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
প্রথম গোলের দেখা আসে ৩৮ মিনিটে। হুলিয়ান আলভারেজের বাড়ানো পাস থেকে নিখুঁত চিপ শটে গোল করেন মেসি। বিরতিতে ১-০ গোলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে রদ্রিগো ডি পলের সঙ্গে ওয়ান-টু পাসের পর শট নেন মেসি, কিন্তু গোলরক্ষক রোমো রুখে দেন। এরপর বদলি হিসেবে নেমেই লাউতারো মার্টিনেজ গোল করেন ৬২ মিনিটে।
৬৬ মিনিটে আলমাদার পাস থেকে দ্বিতীয় গোল করেন মেসি। জাতীয় দলের জার্সিতে এটি তার ১১৪তম গোল। ম্যাচের শেষদিকে হ্যাটট্রিকের সুযোগ পেলেও অফসাইডের কারণে তা আর সম্ভব হয়নি।
২০০৫ সালের ৯ অক্টোবর, এই একই মাঠে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মেসির। দুই দশক পর সেই একই ভেন্যুতেই সম্ভাব্য শেষ ম্যাচটা রাঙালেন জোড়া গোলে। ম্যাচ শেষে গ্যালারির দিকে হাত নাড়িয়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।