ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তারকাহীন ব্রাজিলের দাপট, চিলির বিপক্ষে ৩-০ গোলের জয়

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১০:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 7

এস্তেভাওয়ের বাইসাইকেল গোলে রঙিন ব্রাজিলের দাপট | ছবি: সংগৃহীত


নেইমার, ভিনিসিয়ুস কিংবা রদ্রিগো কয়েকজন তারকা ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। তবু ঘরের মাঠে চিলিকে হারাতে কোনো সমস্যায় পড়তে হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কার্লো আনচেলত্তির দল ৩-০ গোলের এক দাপুটে জয় পেয়েছে। গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস।

নেইমারকে নিয়ে সাম্প্রতিক বিতর্কে ভক্ত-সমর্থকদের চোখ ছিল ব্রাজিলের পারফরম্যান্সে। তবে ম্যাচে তার কোনো ছাপই রাখেনি আনচেলত্তির দল। ৬৫ শতাংশ বল দখল রেখে তারা নিয়েছে ২২ শট, যার ৮টি লক্ষ্যে। বিপরীতে চিলি ৩ শট নিলেও কোনোটিই ছিল না লক্ষ্যে।

প্রথমার্ধে প্রতিপক্ষের অতিরক্ষণাত্মক কৌশলের কারণে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। তবে ৩৮ মিনিটে এস্তেভাওয়ের অবিশ্বাস্য এক বাইসাইকেল গোল ভেঙে দেয় চিলির রক্ষণ। এটি ছিল তরুণ এই ফরোয়ার্ডের ব্রাজিল জার্সিতে প্রথম গোল।

বিরতির পর বদলি হিসেবে নেমেই খেলার গতি বদলে দেন লুইস হেনরিক। ৭২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ড্রিবল করে তাঁর বাড়ানো ক্রসে হেডে গোল করেন পাকেতা।

শেষ গোলটিতেও ছিল হেনরিকের অবদান। ডান দিক ধরে দুর্দান্ত আক্রমণ গড়ে তোলেন তিনি। তাঁর জোরালো শট ফিরে আসে ক্রসবারে লেগে। ফিরতি বল জালে ঠেলে দেন ব্রুনো গিমারেস, নিশ্চিত করেন ব্রাজিলের ৩-০ গোলের জয়।

এই জয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। ১৭ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট পাওয়া চিলি রয়েছে সবার নিচে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

তারকাহীন ব্রাজিলের দাপট, চিলির বিপক্ষে ৩-০ গোলের জয়

প্রকাশঃ ১০:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

এস্তেভাওয়ের বাইসাইকেল গোলে রঙিন ব্রাজিলের দাপট | ছবি: সংগৃহীত


নেইমার, ভিনিসিয়ুস কিংবা রদ্রিগো কয়েকজন তারকা ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। তবু ঘরের মাঠে চিলিকে হারাতে কোনো সমস্যায় পড়তে হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কার্লো আনচেলত্তির দল ৩-০ গোলের এক দাপুটে জয় পেয়েছে। গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস।

নেইমারকে নিয়ে সাম্প্রতিক বিতর্কে ভক্ত-সমর্থকদের চোখ ছিল ব্রাজিলের পারফরম্যান্সে। তবে ম্যাচে তার কোনো ছাপই রাখেনি আনচেলত্তির দল। ৬৫ শতাংশ বল দখল রেখে তারা নিয়েছে ২২ শট, যার ৮টি লক্ষ্যে। বিপরীতে চিলি ৩ শট নিলেও কোনোটিই ছিল না লক্ষ্যে।

প্রথমার্ধে প্রতিপক্ষের অতিরক্ষণাত্মক কৌশলের কারণে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। তবে ৩৮ মিনিটে এস্তেভাওয়ের অবিশ্বাস্য এক বাইসাইকেল গোল ভেঙে দেয় চিলির রক্ষণ। এটি ছিল তরুণ এই ফরোয়ার্ডের ব্রাজিল জার্সিতে প্রথম গোল।

বিরতির পর বদলি হিসেবে নেমেই খেলার গতি বদলে দেন লুইস হেনরিক। ৭২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ড্রিবল করে তাঁর বাড়ানো ক্রসে হেডে গোল করেন পাকেতা।

শেষ গোলটিতেও ছিল হেনরিকের অবদান। ডান দিক ধরে দুর্দান্ত আক্রমণ গড়ে তোলেন তিনি। তাঁর জোরালো শট ফিরে আসে ক্রসবারে লেগে। ফিরতি বল জালে ঠেলে দেন ব্রুনো গিমারেস, নিশ্চিত করেন ব্রাজিলের ৩-০ গোলের জয়।

এই জয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। ১৭ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট পাওয়া চিলি রয়েছে সবার নিচে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”