ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপে নতুন ইতিহাস লিখতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 7

লিটন দাস | ছবি: সংগৃহীত


এশিয়া কাপের নতুন আসর শুরু হলো আজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরকে দেখছে সব অংশগ্রহণকারী দল। শুধু ব্যাট-বল নয়, সম্মান, আত্মপ্রমাণ আর পুরোনো আক্ষেপ মেটানোর প্রত্যয় নিয়েই মাঠে নামছে বাংলাদেশও।

আসরের উদ্বোধনী দিনে ছিল ‘ক্যাপ্টেনস ডে’। সেখানে বাংলাদেশের দলপতি লিটন দাসসহ আট দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। আত্মবিশ্বাসী কণ্ঠে লিটনের প্রত্যাশা—অতীতের রানার্স-আপের আক্ষেপ পেছনে ফেলে এবার ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ। তাঁর ভাষায়, “অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য।

সাম্প্রতিক সময়ে তিনটি সিরিজ খেলেছে বাংলাদেশ। দলীয় পারফরম্যান্স, প্রস্তুতি ও মানসিকতা নিয়ে সন্তুষ্ট লিটন। তিনি বলেন, সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই শক্তিশালী। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ।

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ খেলবে আবুধাবিতে। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন বাহিনী।
বিশেষজ্ঞরা বলছেন, এই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়া সহজ হবে না। তবে লিটনের সোজাসাপটা উত্তর, “তাড়নার কিছু নেই। সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলেছি, ভালোভাবে প্রস্তুত হয়েছি। সব দলই ভালো, আমরাও আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।

এশিয়ার মঞ্চে একাধিকবার ফাইনালে পৌঁছেও এখনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবারের আসরে তাই লক্ষ্য সেই শূন্যতা মেটানো। লিটন বলেন, আমরা বেশ কয়েকবার রানার-আপ হয়েছি। এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। এবার ভালো খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ বড়, তবে দল হিসেবে উন্নতির জায়গাগুলো খুঁজে বের করাই আমাদের লক্ষ্য।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

এশিয়া কাপে নতুন ইতিহাস লিখতে চায় বাংলাদেশ

প্রকাশঃ ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

লিটন দাস | ছবি: সংগৃহীত


এশিয়া কাপের নতুন আসর শুরু হলো আজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরকে দেখছে সব অংশগ্রহণকারী দল। শুধু ব্যাট-বল নয়, সম্মান, আত্মপ্রমাণ আর পুরোনো আক্ষেপ মেটানোর প্রত্যয় নিয়েই মাঠে নামছে বাংলাদেশও।

আসরের উদ্বোধনী দিনে ছিল ‘ক্যাপ্টেনস ডে’। সেখানে বাংলাদেশের দলপতি লিটন দাসসহ আট দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। আত্মবিশ্বাসী কণ্ঠে লিটনের প্রত্যাশা—অতীতের রানার্স-আপের আক্ষেপ পেছনে ফেলে এবার ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ। তাঁর ভাষায়, “অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য।

সাম্প্রতিক সময়ে তিনটি সিরিজ খেলেছে বাংলাদেশ। দলীয় পারফরম্যান্স, প্রস্তুতি ও মানসিকতা নিয়ে সন্তুষ্ট লিটন। তিনি বলেন, সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই শক্তিশালী। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ।

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ খেলবে আবুধাবিতে। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন বাহিনী।
বিশেষজ্ঞরা বলছেন, এই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়া সহজ হবে না। তবে লিটনের সোজাসাপটা উত্তর, “তাড়নার কিছু নেই। সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলেছি, ভালোভাবে প্রস্তুত হয়েছি। সব দলই ভালো, আমরাও আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।

এশিয়ার মঞ্চে একাধিকবার ফাইনালে পৌঁছেও এখনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবারের আসরে তাই লক্ষ্য সেই শূন্যতা মেটানো। লিটন বলেন, আমরা বেশ কয়েকবার রানার-আপ হয়েছি। এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। এবার ভালো খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ বড়, তবে দল হিসেবে উন্নতির জায়গাগুলো খুঁজে বের করাই আমাদের লক্ষ্য।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”