ডাকসু নির্বাচনে জগন্নাথ হলে ভিপি পদে আবিদুলের জয়, সাদিক কায়েম পেলেন মাত্র ১০ ভোট

- প্রকাশঃ ০৪:০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 4
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জগন্নাথ হলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান বিপুল ভোটে জয় পেয়েছেন। শারীরিক শিক্ষা কেন্দ্র ভোটকেন্দ্রে অনুষ্ঠিত গণনায় দেখা যায়, আবিদুল পেয়েছেন ১,২৭৬ ভোট।
অন্যদিকে শিবিরের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট। এ ছাড়া উমামা ফাতেমা পেয়েছেন ২৭৮, আবদুল কাদের ২১, বিন ইয়ামিন মোল্লা ৫, শামীম হোসেন ১৭১ ও তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ১১ ভোট।
ডাকসুর জিএস পদে জগন্নাথ হলে জয়ী হয়েছেন মেঘ মল্লার বসু। তিনি পেয়েছেন ১,১৭০ ভোট। অন্যদিকে তানভীর বারী হামিম পেয়েছেন ৩৯৮, আরাফাত চৌধুরী ১৬৯, আবু বাকের মজুমদার ২৭ এবং এস এম ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট।
এদিকে ফলাফল ঘোষণার প্রাথমিক পর্যায়েই তা প্রত্যাখ্যান করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বুধবার রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।