ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আমার যাত্রা এখানেই শেষ নয়, ইশতেহারে যা ছিল তা আদায় করব: আবিদুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 7

ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান | ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, তাঁর রাজনৈতিক যাত্রা এখানেই শেষ নয়। নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল, তা পূরণের চেষ্টা অব্যাহত থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবিদুল লেখেন, “মানুষ হিসেবে আমরা কেউই পরিপূর্ণ না। আমি জানি, আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার যাত্রা এখানেই শেষ নয়, আমার যাত্রা আরও অনেক দীর্ঘ।”

ডাকসুর নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক কায়েম ভিপি পদে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

নির্বাচনের ফল ঘোষণার পর আবিদুল বলেন, আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল, তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার, তা আমি করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণার সময় সীমিত সুযোগ নিয়েও শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। মাত্র ২০ দিনের ক্যাম্পেইনেও তিনি শিক্ষার্থীদের আস্থা অর্জনে সচেষ্ট ছিলেন।

পোস্টের শেষে আবিদুল নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের উক্তি উল্লেখ করেন We must accept finite disappointment, but never lose infinite hope.

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

আমার যাত্রা এখানেই শেষ নয়, ইশতেহারে যা ছিল তা আদায় করব: আবিদুল

প্রকাশঃ ০৭:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান | ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, তাঁর রাজনৈতিক যাত্রা এখানেই শেষ নয়। নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল, তা পূরণের চেষ্টা অব্যাহত থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবিদুল লেখেন, “মানুষ হিসেবে আমরা কেউই পরিপূর্ণ না। আমি জানি, আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার যাত্রা এখানেই শেষ নয়, আমার যাত্রা আরও অনেক দীর্ঘ।”

ডাকসুর নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক কায়েম ভিপি পদে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

নির্বাচনের ফল ঘোষণার পর আবিদুল বলেন, আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল, তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার, তা আমি করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণার সময় সীমিত সুযোগ নিয়েও শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। মাত্র ২০ দিনের ক্যাম্পেইনেও তিনি শিক্ষার্থীদের আস্থা অর্জনে সচেষ্ট ছিলেন।

পোস্টের শেষে আবিদুল নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের উক্তি উল্লেখ করেন We must accept finite disappointment, but never lose infinite hope.

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”