সুনামগঞ্জে
জমিয়ত নেতার মৃত্যুর ঘটনায় নতুন মোড়, রিমান্ডে আব্দুল হাফিজ

- প্রকাশঃ ০৮:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 4
বুধবার দুপুরে আদালতে হাজির করা হয় এম আব্দুল হাফিজকে | ছবি: প্রজন্ম কথা
জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সংগঠনের অপরাংশের নেতা এম আব্দুল হাফিজকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে দিরাই আমল গ্রহণকারী আদালতে তাকে হাজির করা হলে বিচারক এফ এম সাফায়েত সালাম এ আদেশ দেন।
আদালত প্রাঙ্গণে এসময় আব্দুল হাফিজের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন জমিয়তের বিপুল সংখ্যক নেতাকর্মী। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা আনোয়ার হোসাইন, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুক আলম ও অ্যাডভোকেট শেরেনুর আলী জানান, এটি পূর্বপরিকল্পিত কি না, রাজনৈতিক কোনো বিরোধ জড়িত কি না কিংবা খুনের ঘটনা কি না—এসব উদঘাটনের জন্য আদালত উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে সোমবার ভোরে সিলেট নগরী থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে রবিবার রাতে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আদালতে হাজির করা হলে বিচারক সাফায়েত সালাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং বুধবার শুনানির দিন ধার্য করেন। সেদিন পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জ শহর থেকে শান্তিগঞ্জ উপজেলার গাজীনগরের নিজ বাড়িতে ফেরার পথে মদনপুর এলাকা থেকে নিখোঁজ হন মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী। নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকালে দিরাই উপজেলার পুরাতন সুরমা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।