ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রনেতা হুমায়ুন হত্যার ঘটনায় মিথ্যা মামলার অভিযোগ আসামিদের

মো. হুমায়ুন কবির | গৌরীপুর
  • প্রকাশঃ ০৫:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 66

আসামি ১০ সেপ্টেম্বর গৌরীপুরে এক সংবাদ সম্মেলন নির্দোষ দাবি করেন | ছবি: প্রজন্ম কথা


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের ছাত্রনেতা হুমায়ুন কবির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় আসামি করা তিন ব্যক্তি বুধবার (১০ সেপ্টেম্বর) গৌরীপুরে এক সংবাদ সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে আসামি মো. মাসুদ রানা অভিযোগ করেন, গত ১৩ জুলাই সোনাকান্দি গ্রামের তারা মিয়ার চায়ের দোকানে ছাত্রনেতা হুমায়ুন কবিরকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে গ্রামের পল্লী চিকিৎসক এ.বি. সিদ্দিক ও তাঁর চাচাতো ভাই মিজানুর রহমান খোকনের নেতৃত্বে একদল লোক হুমায়ুনের পিতা আব্দুল কাইয়ুমকে উসকানি দিয়ে তাঁদের বাড়িঘরে লুটপাট চালায়। এ সময় গবাদিপশু, হাঁস–মুরগি, মাছ লুট করে নেওয়া হয় এবং নারীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে।

মাসুদ রানা দাবি করেন, হত্যাকাণ্ডের দিন তিনি তাঁর সার ও কীটনাশকের দোকানে (পাছার বাজারে) অবস্থান করছিলেন। মামলার অপর আসামি মেহেদী হাসান টুটুল ছিলেন শ্বশুরবাড়ি ৪ নম্বর মাওহা ইউনিয়নের নহাটা গ্রামে, আরেক আসামি মজিবুর রহমান ছিলেন পাছার বাজারে নিজস্ব চায়ের দোকানে। এ সংক্রান্ত স্বাক্ষীও রয়েছে বলে জানান তাঁরা।

তাঁদের অভিযোগ, মিথ্যা মামলায় আসামি হয়ে তিন পরিবারের সদস্যরা এখন নিঃস্ব। লুটপাট ও অগ্নিসংযোগে তাঁদের সর্বস্ব ধ্বংস হয়েছে, নারী সদস্যরাও শ্লীলতাহানির শিকার হয়েছেন। বর্তমানে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, হুমায়ুন হত্যার প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং নির্দোষ ব্যক্তিদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

তাঁরা গৌরীপুর সার্কেল কর্মকর্তা ও থানার দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ছাত্রনেতা হুমায়ুন হত্যার ঘটনায় মিথ্যা মামলার অভিযোগ আসামিদের

প্রকাশঃ ০৫:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আসামি ১০ সেপ্টেম্বর গৌরীপুরে এক সংবাদ সম্মেলন নির্দোষ দাবি করেন | ছবি: প্রজন্ম কথা


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের ছাত্রনেতা হুমায়ুন কবির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় আসামি করা তিন ব্যক্তি বুধবার (১০ সেপ্টেম্বর) গৌরীপুরে এক সংবাদ সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে আসামি মো. মাসুদ রানা অভিযোগ করেন, গত ১৩ জুলাই সোনাকান্দি গ্রামের তারা মিয়ার চায়ের দোকানে ছাত্রনেতা হুমায়ুন কবিরকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে গ্রামের পল্লী চিকিৎসক এ.বি. সিদ্দিক ও তাঁর চাচাতো ভাই মিজানুর রহমান খোকনের নেতৃত্বে একদল লোক হুমায়ুনের পিতা আব্দুল কাইয়ুমকে উসকানি দিয়ে তাঁদের বাড়িঘরে লুটপাট চালায়। এ সময় গবাদিপশু, হাঁস–মুরগি, মাছ লুট করে নেওয়া হয় এবং নারীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে।

মাসুদ রানা দাবি করেন, হত্যাকাণ্ডের দিন তিনি তাঁর সার ও কীটনাশকের দোকানে (পাছার বাজারে) অবস্থান করছিলেন। মামলার অপর আসামি মেহেদী হাসান টুটুল ছিলেন শ্বশুরবাড়ি ৪ নম্বর মাওহা ইউনিয়নের নহাটা গ্রামে, আরেক আসামি মজিবুর রহমান ছিলেন পাছার বাজারে নিজস্ব চায়ের দোকানে। এ সংক্রান্ত স্বাক্ষীও রয়েছে বলে জানান তাঁরা।

তাঁদের অভিযোগ, মিথ্যা মামলায় আসামি হয়ে তিন পরিবারের সদস্যরা এখন নিঃস্ব। লুটপাট ও অগ্নিসংযোগে তাঁদের সর্বস্ব ধ্বংস হয়েছে, নারী সদস্যরাও শ্লীলতাহানির শিকার হয়েছেন। বর্তমানে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, হুমায়ুন হত্যার প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং নির্দোষ ব্যক্তিদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

তাঁরা গৌরীপুর সার্কেল কর্মকর্তা ও থানার দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”