ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন সুশীলা কারকি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ১২:৩৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 11

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কারকি ছবি: সংগৃহীত 


নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রেসিডেন্টের দপ্তর থেকে তাঁর নাম ঘোষণা করার পরপরই শপথ নেন তিনি। ৭৩ বছর বয়সী এই নারী এর আগে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আলোচিত হয়েছিলেন। দুর্নীতির বিরুদ্ধে তাঁর ‘শূন্য সহিষ্ণুতা’ নীতিই তাঁকে জনসমর্থনের কেন্দ্রে নিয়ে এসেছে।

গত মঙ্গলবার সরকারবিরোধী তরুণদের বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। সরকারের পক্ষ থেকে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলেও এতে বেকারত্ব, দুর্নীতি, শাসকশ্রেণির বিলাসী জীবনযাপন এবং তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ না পাওয়া নিয়ে দীর্ঘদিনের ক্ষোভও যুক্ত হয়। প্রথম দিনের সংঘর্ষেই প্রাণ হারান ১৯ জন, আর পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত ৫১ জনে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সেনাবাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব নেয়। রাজনৈতিক অস্থিরতা প্রশমনে প্রেসিডেন্ট ও সেনা নেতৃত্বের কয়েক দফা বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সুশীলা কারকির বিষয়ে সমঝোতা হয়। বিক্ষোভকারীদের প্রতিনিধিরাও তাঁর নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। আন্দোলনকারীদের একজন জানান, দায়িত্ব নিয়ে তিনি বর্তমান পার্লামেন্ট ভেঙে নির্দলীয় অন্তর্বর্তী সরকার গঠন করবেন।

২০০৮ সালে গৃহযুদ্ধ ও রাজতন্ত্রের অবসানের পর এটাই নেপালের সবচেয়ে ভয়াবহ সহিংসতা। সহিংসতায় প্রাণহানির পাশাপাশি প্রায় ১৩ হাজার ৫০০ কয়েদি কারাগার থেকে পালিয়ে যায়। যদিও এর মধ্যে কিছুজনকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে, এখনো ১২ হাজারের বেশি বন্দী নিখোঁজ রয়েছেন।

শনিবার সকালে রাজধানী কাঠমান্ডুতে কিছুটা স্বস্তির চিত্র দেখা গেছে। দোকানপাট আংশিক খুলেছে, রাস্তায় যানবাহন চলছে। সেনা টহল অব্যাহত থাকলেও পুলিশের হাতে এখন আর আগ্নেয়াস্ত্র নেই, দায়িত্ব পালন করছেন লাঠি হাতে। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে শহর।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন সুশীলা কারকি

প্রকাশঃ ১২:৩৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কারকি ছবি: সংগৃহীত 


নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রেসিডেন্টের দপ্তর থেকে তাঁর নাম ঘোষণা করার পরপরই শপথ নেন তিনি। ৭৩ বছর বয়সী এই নারী এর আগে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আলোচিত হয়েছিলেন। দুর্নীতির বিরুদ্ধে তাঁর ‘শূন্য সহিষ্ণুতা’ নীতিই তাঁকে জনসমর্থনের কেন্দ্রে নিয়ে এসেছে।

গত মঙ্গলবার সরকারবিরোধী তরুণদের বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। সরকারের পক্ষ থেকে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলেও এতে বেকারত্ব, দুর্নীতি, শাসকশ্রেণির বিলাসী জীবনযাপন এবং তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ না পাওয়া নিয়ে দীর্ঘদিনের ক্ষোভও যুক্ত হয়। প্রথম দিনের সংঘর্ষেই প্রাণ হারান ১৯ জন, আর পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত ৫১ জনে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সেনাবাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব নেয়। রাজনৈতিক অস্থিরতা প্রশমনে প্রেসিডেন্ট ও সেনা নেতৃত্বের কয়েক দফা বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সুশীলা কারকির বিষয়ে সমঝোতা হয়। বিক্ষোভকারীদের প্রতিনিধিরাও তাঁর নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। আন্দোলনকারীদের একজন জানান, দায়িত্ব নিয়ে তিনি বর্তমান পার্লামেন্ট ভেঙে নির্দলীয় অন্তর্বর্তী সরকার গঠন করবেন।

২০০৮ সালে গৃহযুদ্ধ ও রাজতন্ত্রের অবসানের পর এটাই নেপালের সবচেয়ে ভয়াবহ সহিংসতা। সহিংসতায় প্রাণহানির পাশাপাশি প্রায় ১৩ হাজার ৫০০ কয়েদি কারাগার থেকে পালিয়ে যায়। যদিও এর মধ্যে কিছুজনকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে, এখনো ১২ হাজারের বেশি বন্দী নিখোঁজ রয়েছেন।

শনিবার সকালে রাজধানী কাঠমান্ডুতে কিছুটা স্বস্তির চিত্র দেখা গেছে। দোকানপাট আংশিক খুলেছে, রাস্তায় যানবাহন চলছে। সেনা টহল অব্যাহত থাকলেও পুলিশের হাতে এখন আর আগ্নেয়াস্ত্র নেই, দায়িত্ব পালন করছেন লাঠি হাতে। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে শহর।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”