ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৯ নেতাকর্মী

মো: জিসান রহমান । মাভাবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশঃ ১২:৪৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 9

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন, শারীরিক ও মানসিক নির্যাতন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা: তৌহিদুল ইসলাম রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৫০তম রিজেন্ট বোর্ড সভায় শাস্তিমূলক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অপরাধের গুরুত্ব বিবেচনায় চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজনকে পাঁচ সেমিস্টার, সাতজনকে চার সেমিস্টার এবং আরও সাতজনকে তিন সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ চলাকালীন সময়ে কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

এর আগে গত ১৭ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অনুষ্ঠিত ২৪৭তম জরুরি রিজেন্ট বোর্ড সভায় তাদের সাময়িক বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে তাদের দোষী সাব্যস্ত হওয়ায় চূড়ান্তভাবে শাস্তি দেওয়া হয়েছে।

আজীবনের জন্য বহিষ্কৃতরা হলেন—ইএসআরএম বিভাগের মানিক শীল, অর্থনীতি বিভাগের মো. হুমায়ুন কবির ও শাওন ঘোষ, এবং পদার্থবিজ্ঞান বিভাগের মো. সাদিক ইকবাল।

পাঁচ সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের রায়হান আহমেদ শান্ত। চার সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছেন সাতজন, তাদের মধ্যে রয়েছেন অর্থনীতি, গণিত, রসায়ন ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তিন সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে রয়েছেন অর্থনীতি, হিসাববিজ্ঞান, সিপিএস ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইমাম হোসেন বলেন, নিয়মতান্ত্রিক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৯ নেতাকর্মী

প্রকাশঃ ১২:৪৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন, শারীরিক ও মানসিক নির্যাতন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা: তৌহিদুল ইসলাম রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৫০তম রিজেন্ট বোর্ড সভায় শাস্তিমূলক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অপরাধের গুরুত্ব বিবেচনায় চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজনকে পাঁচ সেমিস্টার, সাতজনকে চার সেমিস্টার এবং আরও সাতজনকে তিন সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ চলাকালীন সময়ে কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

এর আগে গত ১৭ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অনুষ্ঠিত ২৪৭তম জরুরি রিজেন্ট বোর্ড সভায় তাদের সাময়িক বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে তাদের দোষী সাব্যস্ত হওয়ায় চূড়ান্তভাবে শাস্তি দেওয়া হয়েছে।

আজীবনের জন্য বহিষ্কৃতরা হলেন—ইএসআরএম বিভাগের মানিক শীল, অর্থনীতি বিভাগের মো. হুমায়ুন কবির ও শাওন ঘোষ, এবং পদার্থবিজ্ঞান বিভাগের মো. সাদিক ইকবাল।

পাঁচ সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের রায়হান আহমেদ শান্ত। চার সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছেন সাতজন, তাদের মধ্যে রয়েছেন অর্থনীতি, গণিত, রসায়ন ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তিন সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে রয়েছেন অর্থনীতি, হিসাববিজ্ঞান, সিপিএস ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইমাম হোসেন বলেন, নিয়মতান্ত্রিক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”