শেষ ওভারের নাটক: শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারালো বাংলাদেশ

- প্রকাশঃ ১২:৪৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 42
উইকেট পাওয়ার পর মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা | ছবি: এএফপি
শেষ ওভারের রোমাঞ্চে শ্বাসরুদ্ধকর এক জয়ে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোর পর্বে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে দারুণ সূচনা করল লাল-সবুজরা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। লঙ্কানরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৮ রান। দাসুন শানাকা একাই লড়াই করে অপরাজিত ৬৪ রান করলেও মুস্তাফিজুর রহমান (৩/২০) এবং মেহেদী হাসান মিরাজের (২/২৫) শানদার বোলিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহ থেমে যায়।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার তানজিদ শূন্য রানে ফিরলেও সাইফ হাসান ও লিটন দাস মিলে গড়েন ৫৯ রানের জুটি। লিটন ২৩ রানে ফিরলেও সাইফ খেলেন ৪৫ বলে ঝকঝকে ৬১ রানের ইনিংস। পরে তাওহিদ হৃদয়ের ব্যাটে আসে ৩৭ বলে ৫৮ রান। ম্যাচসেরাই করা এই দুই ব্যাটসম্যানই জয় নিশ্চিতের ভিত গড়ে দেন।
শেষ ওভারে ৫ রান দরকার ছিল বাংলাদেশের। টানা দুই বলে উইকেট হারালেও ঠান্ডা মাথায় নাসুম আহমেদ সিঙ্গেল নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৯.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখে বাংলাদেশ তুলে নেয় জয়সূচক রান।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে হারের প্রতিশোধও নিল টাইগাররা। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২৪ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, মেন্ডিস ৩৪; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮, লিটন ২৩; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান