বৃষ্টিতে রাজধানীতে গণপরিবহন সংকট, দুশ্চিন্তায় যাত্রীদের ভোগান্তি

- প্রকাশঃ ০৫:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 33
ছবি: সংগৃহীত
রাজধানীতে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় আজ সকাল থেকেই তীব্র যানজট দেখা দিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে একই চিত্র—স্থবির যান চলাচল, বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ লাইন এবং গণপরিবহনের সংকট।
যাত্রাবাড়ী এলাকায় সকালে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুনজারিন বলেন, আজ আমার পরীক্ষা রয়েছে। হাতে পর্যাপ্ত সময় রেখে বাসা থেকে বের হয়েছি। কিন্তু বাস সংকট থাকায় সময়মতো পরীক্ষা হলে পৌঁছাতে পারব কিনা তা নিয়ে এখন দুশ্চিন্তায় আছি।
শুধু শিক্ষার্থী নয়, অফিসগামীদেরও একই ভোগান্তি পোহাতে হচ্ছে। এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী জানান, সকালে অফিস টাইমে রাস্তায় নেমেছি। কিন্তু বাসের জন্য প্রায় আধাঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
বাস চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে বাসগুলো নির্ধারিত সময়ে স্টপেজে পৌঁছাতে পারছে না। বাসচালক রফিকুল ইসলাম বলেন, জলাবদ্ধতায় রাস্তায় যানজট তৈরি হয়েছে। বাসগুলো আটকে পড়ায় সময়মতো রুটে ফিরতে পারছে না, তাই বাস সংকট তৈরি হয়েছে।
নগরবাসীর অভিযোগ, সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। এর ফলে পুরো শহরে যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেকে বলেন, এমন পরিস্থিতিতে শিক্ষার্থী-অফিসগামীদের মানসিক চাপও বাড়ছে, শিশু ও বৃদ্ধ যাত্রীদের জন্য ভ্রমণ একেবারেই দুর্বিষহ হয়ে উঠছে।
তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। নগরবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যার স্থায়ী সমাধান করবে, যাতে সামান্য বৃষ্টিতে রাজধানীর জীবনযাত্রা আর থেমে না যায়।