জুলাই গণ–অভ্যুত্থানে হেলিকপ্টার দিয়ে বোম্বিংয়ের পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা

- প্রকাশঃ ০৬:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 47
জুলাই গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলা: ট্রাইব্যুনালে শেখ হাসিনা–ইনুর অডিও আলোচিত | ছবি: সংগৃহীত
জুলাই গণ–অভ্যুত্থান দমনে হেলিকপ্টার ব্যবহার করে বোম্বিংয়ের পরিকল্পনার কথা বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ উপস্থাপিত এক অডিওতে এমন তথ্য উঠে এসেছে।
আজ বুধবার ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথনের একটি অডিও শোনানো হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ছত্রীসেনা নামানো হবে এবং প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে আক্রমণ চালানো হবে।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তানভীর হাসান জোহা ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তিনি মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা এবং ট্রাইব্যুনালের প্রসিকিউটর। জবানবন্দির শেষ দিকে তিনি পাঁচটি অডিও ক্লিপ ট্রাইব্যুনালে জমা দেন, যার মধ্যে চারটি চালানো হয়। দুটি অডিওতে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর ফোনালাপ রয়েছে।
অডিও অনুযায়ী, শেখ হাসিনা ইনুকে বলেন, নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে। আমরা ছত্রীসেনা নামাচ্ছি… ঠিক আছে, হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে। হেলিকপ্টার যাক, ওপর দিয়ে মারবে। সেই সময় হাসানুল হক ইনু শেখ হাসিনাকে জবাবে বলেন, আচ্ছা, ওপর দিয়ে সাউন্ড বোম যাবে আর কি।
এ ছাড়া জবানবন্দিতে তানভীর হাসান জানান, গত বছরের ২৩ ডিসেম্বর তিনি শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ এবং তিনটি মুঠোফোন নম্বরের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) থেকে জব্দ করেন। তদন্তে উঠে এসেছে, জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শেখ হাসিনা লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দেন, সরাসরি গুলি চালাতে বলেন এবং হেলিকপ্টার দিয়ে আন্দোলনকারীদের অবস্থানে বোমা হামলার পরিকল্পনা করেন। পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকের বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।