ছোট টার্গেটেও বাংলাদেশের পরাজয়, বৃষ্টির মতো উইকেট পতন

- প্রকাশঃ ১২:৪৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 23
১৩৬ রানের সহজ লক্ষ্যও তাড়া করতে পারল না বাংলাদেশ। পাকিস্তানের শৃঙ্খলিত বোলিং ও ব্যাটারদের একের পর এক হঠকারী শটে ভেঙে পড়েছে ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত ১১ রানে হেরে বিদায় নিতে হলো বাংলাদেশকে। তাতে ৪১ বছরের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবার ভারত–পাকিস্তান ফাইনাল নিশ্চিত হলো।
বাংলাদেশের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। শুরুতেই পারভেজ, হৃদয় ও সাইফ ফিরলে চাপ বাড়ে। নুরুল, মেহেদী, জাকেরও ব্যর্থ হন। শেষ দিকে শামীম ও রিশাদ খানিক লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। পুরো দল ২০ ওভারে ১২৪ রানেই থেমে যায়।
এর আগে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১৩৫ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। তাসকিন নেন ৩ উইকেট, রিশাদ ২টি। কিন্তু মোহাম্মদ হারিস ও নেওয়াজের জুটি পাকিস্তানকে টেনে নেয় চ্যালেঞ্জিং স্কোরে।
শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৩ রান। রিশাদ এক ছক্কা হাঁকালেও ম্যাচ ঘুরে দিতে পারেননি। ১১ রানে হেরে শেষ হলো বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন।
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বপ্নের ভারত–পাকিস্তান ফাইনাল।