ঢাকা ক্যান্টনমেন্ট থানার আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন বি এ এফ শাহীন কলেজ ঢাকা

- প্রকাশঃ ০৩:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 30
আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে শিরোপা জয়ের পর বিএএফ শাহীন কলেজ ঢাকা দলের উদযাপন। ছবি: সংগৃহীত
ক্যান্টনমেন্ট থানা শিক্ষা অফিস আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর মেজর ইভেন্ট ফুটবল (বালক) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বি এ এফ শাহীন কলেজ ঢাকা। উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা ৪–৩ গোলে পরাজিত করেছে বি এ এফ শাহীন কলেজ কুর্মিটলাকে।
ফাইনালে শুরু থেকেই আক্রমণ–পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। দ্বিতীয়ার্ধে শেষ মুহূর্তে গোলের সুযোগ নষ্ট হলেও টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ঢাকার শাহীন কলেজের খেলোয়াড়রা। গোলরক্ষক রাহিম টানা দুটি সেভ করেন এবং সতীর্থ সাকিব, নেহাল, সাব্বির ও সাফওয়াতের সফল শটে জয় নিশ্চিত হয়।
এর আগে সেমিফাইনালে বরুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়কে ১–০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে শাহীন কলেজ ঢাকা। ম্যাচে একমাত্র গোলটি করেন দশম শ্রেণির শিক্ষার্থী আরাফাত। কোয়ার্টার ফাইনালে নির্ঝর বিআইএসসি–কে হারিয়েই তারা শেষ চার নিশ্চিত করেছিল।
ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক ফাইজুল পুরস্কার গ্রহণ করেন। উপস্থিত ছিলেন বি এ এফ শাহীন কলেজ ঢাকার অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন কাইসুল হাসান, পিএসসি। তিনি দলের খেলোয়াড়দের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও ধারাবাহিক সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
কলেজ কর্তৃপক্ষ, কোচ ও খেলোয়াড়রা জানান—এই অর্জন কঠোর পরিশ্রম, দলীয় সমন্বয় ও আত্মবিশ্বাসেরই ফল। খেলোয়াড়দের এ পারফরম্যান্স কলেজের ফুটবল ইতিহাসে একটি স্বর্ণিম অধ্যায় হিসেবে যুক্ত হলো।