নেপালে আন্দোলনের নেতা সুদন গুরং মার্চে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা

- প্রকাশঃ ০৫:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 39
৩৬ বছর বয়সী সুদন গুরং নেপালের মূলত জেন জেড প্রজন্মের তরুণদের নেতৃত্বে উদ্ভূত একটি গ্রাসরুটস আন্দোলনের মুখ হিসেবে খ্যাতি অর্জন করেছেন | আল জাজিরা
নেপালের সাম্প্রতিক যুবপ্রধান আন্দোলনের নেতা সুদন গুরং আগামী মার্চে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তার আন্দোলন “শেষ পর্যন্ত লড়াই করবে” এবং একটি জনগণপ্রধান সরকার গঠন করবে।
৩৬ বছর বয়সী গুরং মূলত নেপালের জেন জেড প্রজন্মের তরুণদের নেতৃত্বে উদ্ভূত গ্রাসরুটস আন্দোলনের মুখ হিসেবে পরিচিত। তিনি বলেন, তার দল একটি প্রচলিত রাজনৈতিক দল নয়, বরং একটি “পরিবর্তনের আন্দোলন”, যা দেশব্যাপী সমর্থন গড়ে তুলছে।
সুদন গুরং প্রাক্তন সরকারের নেতাদের “স্বার্থপর” এবং “দুর্নীতিগ্রস্ত” আখ্যায়িত করে বলেন, তাদের আমাদের রাজনীতিতে টেনে আনা হয়েছে। যদি রাজনীতি তারা চায়, সেটাই তারা পাবে। আমরা এখন আর পিছপা হচ্ছি না।
আন্দোলন শুরু হয়েছিল সরকার কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করার পর। ফেসবুক, X এবং ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের নিষিদ্ধকরণ, সরকারের দমননীতি ও দুর্নীতির অভিযোগ আন্দোলনকে বিস্তৃত জনরোষে পরিণত করে। এই সংঘর্ষে বহু তরুণ নিহত এবং আহত হন।
গুরং দাবি করেছেন, তার আন্দোলন শাসনের জন্য প্রস্তুত। স্বেচ্ছাসেবকরা আইন ও যোগাযোগ কমিটি গঠন করছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনগণের নীতি ও দাবি সংগ্রহ করছেন। Discord ও Instagram-এর মাধ্যমে জনমত ও সমর্থন জোরদার করা হচ্ছে। তিনি নিশ্চিত করেছেন, নেপালের প্রতিটি মানুষের কণ্ঠস্বর শোনা হবে।