চীনা গবেষণা প্রতিষ্ঠানের সাথে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

- প্রকাশঃ ১১:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 26
একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ-চীনের যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি | ছবি: প্রজন্ম কথা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (নজরুল বিশ্ববিদ্যালয়) এবং চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফি (FIO) ও মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) চীনের চিংডাও শহরের এফআইও প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল চীনে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, আর এফআইও-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ড. লি লি।
চুক্তির আওতায় দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা সম্পর্ক উন্নয়ন, জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা অনুদান ও ফেলোশিপ, ভিজিটিং স্কলার প্রোগ্রামসহ বিভিন্ন একাডেমিক ও গবেষণা সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের রিসোর্স বিষয়ক ভবিষ্যৎ যৌথ গবেষণা সম্ভাবনা নিয়ে প্রেজেন্টেশন দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইও-এর মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান।
চুক্তি স্বাক্ষরের পর এফআইও-এর মহাপরিচালক অধ্যাপক ড. টিগাং লি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে ক্যাম্পাস এবং ‘চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি’ পরিদর্শন করান। এ সময় চলমান গবেষণা ও সাফল্যের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, এফআইও-এর অধ্যাপক ড. ইয়ানগুয়াং লিউ, অধ্যাপক ড. শেফা শি, অধ্যাপক ড. শিন শা এবং অন্যান্য গবেষকবৃন্দ।
এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার মান বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মুক্ত হয়েছে এবং দুই দেশের বিজ্ঞান-গবেষণায় আরও ঘনিষ্ঠ সহযোগিতার পথ প্রশস্ত হয়েছে।