ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি নৌবাহিনীর হাতে সুমুদ ফ্লোটিলার দুই জাহাজ আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০১:১৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 14

গাজা অভিমুখী নৌবহরে থাকা আলমা নৌযানের ডেকে বসে আছেন আরোহীরা। ভিডিও থেকে নেওয়া ছবি | ছবি: রয়টার্স


ফিলিস্তিনের গাজা অভিমুখী আন্তর্জাতিক মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’–র ওপর ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপ শুরু হয়েছে। বহরের ‘আলমা’ ও ‘সিরিয়াস’ নামের দুটি জাহাজ ইতোমধ্যে ইসরায়েলিদের নিয়ন্ত্রণে চলে গেছে। আটক হওয়া আলমা জাহাজেই রয়েছেন বিশ্বখ্যাত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা।

ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য ইয়াসেমিন আকর আল–জাজিরাকে জানান, ইসরায়েলি নৌবাহিনী দুই দিক থেকে আলমা জাহাজকে ঘিরে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই সেনারা তাতে প্রবেশ করে যাত্রীদের নিয়ন্ত্রণে নেয়।

৪০টিরও বেশি বেসামরিক নৌযান নিয়ে গঠিত এই ফ্লোটিলায় প্রায় ৪৪টি দেশের প্রায় ৫০০ জন মানবাধিকারকর্মী, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও রাজনীতিক অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের আইনপ্রণেতারাও।

বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলম। তিনি মঙ্গলবার ইতালির একটি বন্দর থেকে ফ্লোটিলার প্রধান নৌযান ‘কনশানস’–এ ওঠেন। ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি যাত্রার খবর নিশ্চিত করেছিলেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার ফ্লোটিলার উদ্দেশে সতর্ক করে বলেছেন, এখনো সময় আছে। অনুগ্রহ করে সহায়তা শান্তিপূর্ণভাবে সাইপ্রাস, আশকেলন মেরিনা অথবা আশপাশের যেকোনো বন্দর দিয়ে পাঠান।

অন্যদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রগুলোর দায়িত্ব ফ্লোটিলার নিরাপদ যাত্রা নিশ্চিত করা। ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং অবৈধ অবরোধের অবসান এখন জরুরি।

স্পেন, ইতালি ও গ্রিস ইতিমধ্যেই বহরে থাকা বেসামরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অন্তত ২০ জন সদস্যও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি লিখে নিরাপত্তা নিশ্চিতে চাপ সৃষ্টির দাবি জানিয়েছেন। সই করেছেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, রাশিদা তালিব ও ইলহান ওমর প্রমুখ প্রভাবশালী কংগ্রেস সদস্য।

২০০৭ সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েল সমুদ্রপথে অবরোধ জারি করে। এরপর একাধিকবার মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক ফ্লোটিলা বাধাগ্রস্ত হয়েছে। চলতি বছর জুন ও জুলাই মাসেও দুটি মানবিক নৌযান আটক করে যাত্রীদের অস্থায়ীভাবে আটকে রেখেছিল ইসরায়েল।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এবারের উদ্যোগে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে নৌযান যুক্ত করে গাজায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে ইসরায়েলের বাধা ও সাম্প্রতিক আটক অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগকে আবারও সামনে এনেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ইসরায়েলি নৌবাহিনীর হাতে সুমুদ ফ্লোটিলার দুই জাহাজ আটক

প্রকাশঃ ০১:১৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

গাজা অভিমুখী নৌবহরে থাকা আলমা নৌযানের ডেকে বসে আছেন আরোহীরা। ভিডিও থেকে নেওয়া ছবি | ছবি: রয়টার্স


ফিলিস্তিনের গাজা অভিমুখী আন্তর্জাতিক মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’–র ওপর ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপ শুরু হয়েছে। বহরের ‘আলমা’ ও ‘সিরিয়াস’ নামের দুটি জাহাজ ইতোমধ্যে ইসরায়েলিদের নিয়ন্ত্রণে চলে গেছে। আটক হওয়া আলমা জাহাজেই রয়েছেন বিশ্বখ্যাত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা।

ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য ইয়াসেমিন আকর আল–জাজিরাকে জানান, ইসরায়েলি নৌবাহিনী দুই দিক থেকে আলমা জাহাজকে ঘিরে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই সেনারা তাতে প্রবেশ করে যাত্রীদের নিয়ন্ত্রণে নেয়।

৪০টিরও বেশি বেসামরিক নৌযান নিয়ে গঠিত এই ফ্লোটিলায় প্রায় ৪৪টি দেশের প্রায় ৫০০ জন মানবাধিকারকর্মী, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও রাজনীতিক অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের আইনপ্রণেতারাও।

বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলম। তিনি মঙ্গলবার ইতালির একটি বন্দর থেকে ফ্লোটিলার প্রধান নৌযান ‘কনশানস’–এ ওঠেন। ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি যাত্রার খবর নিশ্চিত করেছিলেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার ফ্লোটিলার উদ্দেশে সতর্ক করে বলেছেন, এখনো সময় আছে। অনুগ্রহ করে সহায়তা শান্তিপূর্ণভাবে সাইপ্রাস, আশকেলন মেরিনা অথবা আশপাশের যেকোনো বন্দর দিয়ে পাঠান।

অন্যদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রগুলোর দায়িত্ব ফ্লোটিলার নিরাপদ যাত্রা নিশ্চিত করা। ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং অবৈধ অবরোধের অবসান এখন জরুরি।

স্পেন, ইতালি ও গ্রিস ইতিমধ্যেই বহরে থাকা বেসামরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অন্তত ২০ জন সদস্যও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি লিখে নিরাপত্তা নিশ্চিতে চাপ সৃষ্টির দাবি জানিয়েছেন। সই করেছেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, রাশিদা তালিব ও ইলহান ওমর প্রমুখ প্রভাবশালী কংগ্রেস সদস্য।

২০০৭ সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েল সমুদ্রপথে অবরোধ জারি করে। এরপর একাধিকবার মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক ফ্লোটিলা বাধাগ্রস্ত হয়েছে। চলতি বছর জুন ও জুলাই মাসেও দুটি মানবিক নৌযান আটক করে যাত্রীদের অস্থায়ীভাবে আটকে রেখেছিল ইসরায়েল।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এবারের উদ্যোগে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে নৌযান যুক্ত করে গাজায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে ইসরায়েলের বাধা ও সাম্প্রতিক আটক অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগকে আবারও সামনে এনেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”