ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উজিসিতে খণ্ডকালীন সদস্য হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম

ইকবাল মাহমুদ । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশঃ ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 25

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সম্প্রতি ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপাচার্যকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (“রাষ্ট্রপতির আদেশ নং ১০, ১৯৭৩”)–এর ৪(১)(গ) ও ৪(৪) ধারার বিধান অনুযায়ী কমিশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৫ অক্টোবর ২০২৫ থেকে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

ইউজিসি কর্তৃপক্ষ অধ্যাপক আলমকে অভিনন্দন জানিয়ে কমিশনের কার্যক্রম পরিচালনায় তাঁর পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছে।

অন্যদিকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করায় ইউজিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

উজিসিতে খণ্ডকালীন সদস্য হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম

প্রকাশঃ ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সম্প্রতি ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপাচার্যকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (“রাষ্ট্রপতির আদেশ নং ১০, ১৯৭৩”)–এর ৪(১)(গ) ও ৪(৪) ধারার বিধান অনুযায়ী কমিশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৫ অক্টোবর ২০২৫ থেকে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

ইউজিসি কর্তৃপক্ষ অধ্যাপক আলমকে অভিনন্দন জানিয়ে কমিশনের কার্যক্রম পরিচালনায় তাঁর পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছে।

অন্যদিকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করায় ইউজিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”