ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ—সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 16

ছবি: প্রজন্ম কথা


শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৫। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজন করা হয় উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জ।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ড. জসিম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, ওয়াল্ড ভিশনের ম্যানেজার আপস চিমিম, এবং আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ। সঞ্চালনা করেন ইসলামি রিলিফ বাংলাদেশের শামসুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজ বিশ্ব শিশু দিবস হলেও শিশুদের কল্যাণে আমাদের প্রতিদিনই কাজ করা উচিত। অভিভাবকরা যদি সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট না হন, তবে শিশুদের মেধা ও মননের বিকাশ ব্যাহত হবে। তিনি আরও বলেন, বর্তমানে অনেক অভিভাবক শিশুদের মোবাইল ফোন ও টিকটকের প্রতি আসক্ত করে তুলছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। অভিভাবকদের শিক্ষার মাধ্যমে সন্তানদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে শিশু শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ—সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন

প্রকাশঃ ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

ছবি: প্রজন্ম কথা


শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৫। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজন করা হয় উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জ।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ড. জসিম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, ওয়াল্ড ভিশনের ম্যানেজার আপস চিমিম, এবং আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ। সঞ্চালনা করেন ইসলামি রিলিফ বাংলাদেশের শামসুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজ বিশ্ব শিশু দিবস হলেও শিশুদের কল্যাণে আমাদের প্রতিদিনই কাজ করা উচিত। অভিভাবকরা যদি সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট না হন, তবে শিশুদের মেধা ও মননের বিকাশ ব্যাহত হবে। তিনি আরও বলেন, বর্তমানে অনেক অভিভাবক শিশুদের মোবাইল ফোন ও টিকটকের প্রতি আসক্ত করে তুলছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। অভিভাবকদের শিক্ষার মাধ্যমে সন্তানদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে শিশু শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”