আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

- প্রকাশঃ ১০:০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 18
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নিহত শরীফা আক্তার ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর দেড়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়রা ঘাতক স্বামী আক্তার হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘স্বামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নিহত শরীফার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই বলেন, ‘যৌতুকের দাবিতে শরীফার ওপর নির্যাতন চালাতেন তাঁর স্বামী। পরে ১২ জুলাই শরীফা স্বামীকে তালাক দেন।’ তাঁদের ছয় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন শরীফার মা, দুই বোনসহ তিনজনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় অভিযোগ দায়ের করেন। মামলায় উল্লেখ ছিল, গত ৫ মে শরীফাকে তাঁর পরিবার বাবার বাড়িতে নিয়ে যায়। পরে স্বামী তাঁকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। আজ সোমবার সেই মামলার হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন শরীফা। সেখানে উপস্থিত হয়ে স্বামী ছুরিকাঘাত করে হত্যা করেন। এই ঘটনায় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া।