ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খুবিতে এইচআরএম শিক্ষার্থীদের পদযাত্রা: শ্রেণিকক্ষ সংকট সমাধান চেয়ে স্মারকলিপি

খুবি প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 14

এইচআরএম শিক্ষার্থীদের পদযাত্রা | ছবি: প্রজন্ম কথা


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট, অপর্যাপ্ত অবকাঠামো ও জনবল অভাবের সমাধান চেয়ে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করেছেন।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন, ছাত্র বিষয়ক পরিচালক, রেজিস্ট্রার, ট্রেজারার, উপ-উপাচার্য ও উপাচার্যের দপ্তরে স্মারকলিপি জমা দেন। তারা প্রশাসনের কাছে তাদের যৌক্তিক দাবির লিখিত প্রতিশ্রুতি চেয়েছেন।

ডিসিপ্লিন সূত্রে জানা গেছে, ছয়টি ব্যাচের জন্য মাত্র একটি সংকীর্ণ শ্রেণিকক্ষ বরাদ্দ রয়েছে, যা আগে শিক্ষকদের লাউঞ্জ হিসেবেও ব্যবহার করা হতো। ফলে একাধিক ব্যাচের ক্লাস একসঙ্গে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ক্লাস বাতিল হওয়ার ঘটনা প্রায়শই ঘটে এবং এটি তাদের শিক্ষাজীবনে মারাত্মক প্রভাব ফেলছে।

মোট ১২ জন শিক্ষকের জন্য কক্ষ রয়েছে মাত্র ৫টি। এতে একই কক্ষে একাধিক শিক্ষক কাজ করছেন। এছাড়া সেমিনার ও এমআইএস ল্যাবের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে- ছয়টি ব্যাচের জন্য পর্যাপ্ত সংখ্যক স্থায়ী শ্রেণিকক্ষ বরাদ্দ। একটি আধুনিক কম্পিউটার ল্যাব। শিক্ষার্থীদের জন্য কমনরুম। শিক্ষকদের জন্য পৃথক কক্ষ ও মিটিং রুম। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এর আগেও আমরা সমস্যাগুলো প্রশাসনের কাছে জানিয়েছি, কিন্তু শুধুমাত্র আশ্বাস পেয়েছি। এবার লিখিত সিদ্ধান্ত এবং নির্দিষ্ট সময়সীমা চাই।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, ৪ নং একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষের পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবনটি সম্পন্ন হলে ৩ নং একাডেমিক ভবন থেকে বেশ কিছু ডিসিপ্লিন সরিয়ে নেওয়া হবে, যা এইচআরএমসহ অন্যান্য ডিসিপ্লিনের চলমান সংকট দূর করবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

খুবিতে এইচআরএম শিক্ষার্থীদের পদযাত্রা: শ্রেণিকক্ষ সংকট সমাধান চেয়ে স্মারকলিপি

প্রকাশঃ ১১:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

এইচআরএম শিক্ষার্থীদের পদযাত্রা | ছবি: প্রজন্ম কথা


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট, অপর্যাপ্ত অবকাঠামো ও জনবল অভাবের সমাধান চেয়ে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করেছেন।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন, ছাত্র বিষয়ক পরিচালক, রেজিস্ট্রার, ট্রেজারার, উপ-উপাচার্য ও উপাচার্যের দপ্তরে স্মারকলিপি জমা দেন। তারা প্রশাসনের কাছে তাদের যৌক্তিক দাবির লিখিত প্রতিশ্রুতি চেয়েছেন।

ডিসিপ্লিন সূত্রে জানা গেছে, ছয়টি ব্যাচের জন্য মাত্র একটি সংকীর্ণ শ্রেণিকক্ষ বরাদ্দ রয়েছে, যা আগে শিক্ষকদের লাউঞ্জ হিসেবেও ব্যবহার করা হতো। ফলে একাধিক ব্যাচের ক্লাস একসঙ্গে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ক্লাস বাতিল হওয়ার ঘটনা প্রায়শই ঘটে এবং এটি তাদের শিক্ষাজীবনে মারাত্মক প্রভাব ফেলছে।

মোট ১২ জন শিক্ষকের জন্য কক্ষ রয়েছে মাত্র ৫টি। এতে একই কক্ষে একাধিক শিক্ষক কাজ করছেন। এছাড়া সেমিনার ও এমআইএস ল্যাবের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে- ছয়টি ব্যাচের জন্য পর্যাপ্ত সংখ্যক স্থায়ী শ্রেণিকক্ষ বরাদ্দ। একটি আধুনিক কম্পিউটার ল্যাব। শিক্ষার্থীদের জন্য কমনরুম। শিক্ষকদের জন্য পৃথক কক্ষ ও মিটিং রুম। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এর আগেও আমরা সমস্যাগুলো প্রশাসনের কাছে জানিয়েছি, কিন্তু শুধুমাত্র আশ্বাস পেয়েছি। এবার লিখিত সিদ্ধান্ত এবং নির্দিষ্ট সময়সীমা চাই।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, ৪ নং একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষের পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবনটি সম্পন্ন হলে ৩ নং একাডেমিক ভবন থেকে বেশ কিছু ডিসিপ্লিন সরিয়ে নেওয়া হবে, যা এইচআরএমসহ অন্যান্য ডিসিপ্লিনের চলমান সংকট দূর করবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”