যুদ্ধবিরতির পর গাজার ক্ষমতা ছাড়তে রাজি হামাস

- প্রকাশঃ ০২:৫৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 14
গাজা শহরের রাস্তায় শনিবার হামাসের নিরাপত্তা বাহিনীর পাহারা | ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা গাজার রাজনৈতিক শাসনব্যবস্থা থেকে সরে দাঁড়াতে সম্মত। যুদ্ধপরবর্তী গাজার প্রশাসন ফিলিস্তিনের ঐক্য সরকারের হাতে তুলে দিতে রাজি হয়েছে সংগঠনটি। তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
এনবিসি নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের ঊর্ধ্বতন রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম বলেন, আমরা গাজার রাজনৈতিক প্রশাসন থেকে সরে যেতে প্রস্তুত। গাজার শাসন পরিচালনা একটি বোর্ড, সরকার বা কমিটির মাধ্যমে হতে পারে—তাতে আমাদের আপত্তি নেই।
একই বিষয়ে হামাসের মুখপাত্র লতিফ আর কানোয়া আরব নিউজকে জানান, গাজার প্রশাসন তত্ত্বাবধানের জন্য একটি অন্তর্বর্তী কমিটি গঠনের প্রস্তাবে দলটির কোনো আপত্তি নেই।
শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের এই নতুন অবস্থান সামনে আসে। সংগঠনটি জানিয়েছে, গাজার শাসন এখন তাদের কাছে “বন্ধ অধ্যায়।” গাজা প্রশাসন পুনর্গঠনের প্রক্রিয়ায় হামাস অংশ নেবে না, তবে তারা ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে।
এর আগে যুদ্ধ-পরবর্তী প্রশাসন ও পুনর্গঠনের নানা বিষয়ে হামাসের নেতৃত্বের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল। তবে এখন দেখা যাচ্ছে, নিরস্ত্রীকরণ প্রসঙ্গে ভিন্ন অবস্থান থাকলেও গাজা শাসন হস্তান্তর নিয়ে তারা একমত।
এদিকে হামাসসহ ফিলিস্তিনের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী যেমন প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ (PIJ) ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (PFLP) শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানায়, গাজার ভবিষ্যৎ প্রশাসন পুরোপুরি ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়। তারা বিদেশি প্রশাসনের যেকোনো ধারণা প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনি জনগণের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, চলমান যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গাজা থেকে বৃহৎ মাত্রার বাস্তুচ্যুতির পরিকল্পনা ব্যর্থ হয়েছে, যা ফিলিস্তিনিদের ঐক্য ও প্রতিরোধের বিজয় নির্দেশ করে।