ঢাকা থেকে ইন্দোনেশিয়া:
গ্লোবাল ইনোভেশন মঞ্চে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থী ইপতি

- প্রকাশঃ ০৫:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 24
ইপতি আহমেদ | ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী উদ্ভাবন ও গবেষণার মঞ্চে গর্বের সঙ্গে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (UAP) শিক্ষার্থী ইপতি আহমেদ। তিনি NextGen Innovators দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিয়ে ISIF Bangladesh Round 2025–এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
উদ্ভাবনী প্রকল্প ‘ঢাকার জলাবদ্ধতা নিরসনে পারমিয়েবল কংক্রিটভিত্তিক স্মার্ট ড্রেনেজ ব্যবস্থা’ এবং ‘শহুরে এলাকার বায়ু বিশুদ্ধকরণ ব্যবস্থা’ প্রদর্শনের মাধ্যমে দলটি ৪০০–এর বেশি প্রতিযোগী দলের মধ্যে নিজেদের আলাদা করে তোলে। এর ফলস্বরূপ, তারা অর্জন করেছে চ্যাম্পিয়ন ও ব্রোঞ্জ মেডেলিস্ট অবস্থান। এখন দলটি যাচ্ছে ISIF Global Round 2025, যা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে।
ISIF Bangladesh 2025-এ চ্যাম্পিয়ন ‘SU NextGen Innovators’ দল | ছবি: প্রজন্ম কথা
ISIF (International Science and Invention Fair)–এর বাংলাদেশ পর্বটি অনুষ্ঠিত হয়েছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, যার আয়োজক ছিল Indonesian Young Scientist Association।
দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইপতি আহমেদ টিমের নেতৃত্ব, যোগাযোগ এবং উপস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর উদ্ভাবনী চিন্তা ও দৃষ্টিভঙ্গি দলের সাফল্যে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
এই সাফল্য সম্পর্কে ইপতি আহমেদ প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য এক বিরাট গর্বের বিষয়। ইউএপি–এর শিক্ষার্থী হিসেবে আমি এই অর্জনকে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের সাফল্য মনে করি। ভবিষ্যতেও উদ্ভাবন ও গবেষণার কাজে যুক্ত থাকতে চাই।